সংসদে সেরা পারফর্ম্যান্স, ‘সাংসদ রত্ন’ সম্মান পাচ্ছেন সৌগত রায়

সংসদে উল্লেখযোগ্য পারফর্ম্যান্সের জন্য ১৭ তম সাংসদ রত্ন সম্মান পাচ্ছেন তৃণমূলের বর্ষীয়ান বিধায়ক সৌগত রায়। বাংলা থেকে তিনিই একমাত্র সাংসদ, যিনি এই সম্মান পাচ্ছেন। এছাড়াও বিভিন্ন দল থেকে আরও ১১ জন সাংসদ এই সম্মান পাচ্ছেন।

প্রাইম পয়েন্ট ফাউন্ডেশন নামে একটি সংস্থা সাংসদের পারফর্ম্যান্সের ভিত্তিতে এই সম্মান দিয়ে থাকে। ১৭ তম লোকসভার শুরু থেকে ২০২১ সালের শেষ পর্যন্ত সংসদে সেরা পারফর্ম্যান্সের জন্য দমদম কেন্দ্রের সাংসদ সৌগত রায় এই সম্মান পাচ্ছেন। ২০২২-এর ২৬ ফেব্রুয়ারি দিল্লিতে অনুষ্ঠিত হতে চলেছে ১২তম সংসদ রত্ন আওয়ার্ডের অনুষ্ঠান।

সৌগত রায় ছাড়াও আরও ১১ জন সাংসদ এই সম্মান পাচ্ছেন। ১১ জনের মধ্যে ৮ জন লোকসভার সাংসদ এবং ৩ জন রাজ্যসভার।যে ১১ জন সাংসদ রত্ন পাচ্ছেন তাঁরা হলেন, শিব সেনার শ্রীরাং আপ্পা বার্নে
এমসিপির সুপ্রিয়া সুলে, আরএসপির এন কে প্রেমচন্দ্রন। সম্মান প্রাপক লোকসভার সদস্যরা হলেন কংগ্রেসের কুলদীপ রাই শর্মা, বিজেপির বিদ্যুৎ বরণ মাহাতো, হীনা বিজয়কুমারী গর্বিত, সুধীর গুপ্ত। এছাড়াও সংসদ রত্ন পাচ্ছেন বিজেডির অমর পট্টনায়েক, এনসিপির ফৌজিয়া তহসিন আহমেদ খান।

Comments are closed.