অসম ইস্যুতে শনি ও রবিবার রাজ্যজুড়ে কালাদিবসের ডাক দিল তৃণমূল কংগ্রেস

আগামী শনি ও রবিবার দুদিন রাজ্যজুড়ে কালাদিবস পালন করবে তৃণমূল কংগ্রেস। রাজ্যের প্রতিটি ব্লকে এই কালাদিবস পালন করা হবে। শুক্রবার এক সাংবাদিক বৈঠকে এই কথা জানিয়েছেন তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়। অসমে নাগরিকপঞ্জি থেকে ৪০ লাখ মানুষের নাম বাদ এবং বৃহস্পতিবার শিলচর বিমানবন্দরে তৃণমূলের জনপ্রতিনিধিদের হেনস্থার প্রতিবাদ জানাতেই এই কালাদিবসের ডাক দেওয়া হয়েছে বলে পার্থবাবু জানান। এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে তৃণমূল মহাসচিব আরও বলেন, ‘দানবিক সরকার আর নেই দরকার’ এই স্লোগান দিয়ে কালো ব্যাজ পরে দলের নেতা-কর্মীরা বিক্ষোভ দেখাবেন। সাংবাদিক বৈঠকে কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে তোপ দেগে তিনি জানান, অসমে নাগরিকপঞ্জির তালিকা থেকে শুধু বাঙালিদের নাম বাদ গিয়েছে তাই নয়, অসমিয়া এবং বিহারের হিন্দি ভাষীদেরও নাম তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার জন্যই বিজেপি এই কাজ করেছে। পার্থ চট্টোপাধ্যায়ের অভিযোগ, অসম পুলিশের হাতে চরম হেনস্থা হয়েছেন তৃণমূলের প্রতিনিধি দলের সদস্যরা। সাংসদ মমতাবালা ঠাকুর, অর্পিতা ঘোষ এবং বিধায়ক মহুয়া মৈত্র অসম পুলিশের হাতে রীতিমত নিগ্রীহিত হয়েছেন বলেও এদিনের সাংবাদিক বৈঠকে ক্ষোভ উগরে দেন তৃণমূল মহাসচিব।

Leave A Reply

Your email address will not be published.