উত্তর প্রদেশে মহাত্মা গান্ধীর মূর্তিতে লাগানো হল গেরুয়া রঙ, ক্ষোভে সরব কংগ্রেসসহ বিভিন্ন রাজনৈতিক দল

উত্তর প্রদেশের শাহজাহানপুর জেলার বান্দা থানা এলাকায় মহাত্মা গান্ধীর মূর্তিতে হল লাগিয়ে দেওয়া হল গেরুয়া রঙ। অভিযোগের আঙুল বিজেপির দিকে। বৃহস্পতিবার এই ঘটনা প্রকাশ্যে আসতেই ক্ষোভে ফেটে পড়েছেন কংগ্রেসসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। ২০ বছরের পুরনো ওই মূর্তির লাঠি ও চশমা ছিল কালো রঙের। মূর্তির পরনের পোশাক সাদা এবং শরীর ছিল অফ হোয়াইট রঙের। তবে রঙ বদলের পরে চশমা ছাড়া মূর্তির সারা শরীর গেরুয়া বর্ণ ধারণ করেছে। এই ঘটনাকে মোটেও ভালোভাবে নিচ্ছেন না উত্তর প্রদেশের কংগ্রেস নেতৃত্ব। জাতির জনকের গৈরিকিকরণের বিরুদ্ধে আন্দোলনে নামার প্রস্তুতিও নিচ্ছেন তাঁরা। এই ঘটনায় চূড়ান্ত অস্বস্তিতে যোগী সরকার। শাহজাহানপুরের অতিরিক্ত জেলা শাসক বাচচু সিংহ গোটা ঘটনা তদন্ত করে দেখার নির্দেশ দিয়েছেন।

Leave A Reply

Your email address will not be published.