বেহালা কাণ্ডে কড়া পদক্ষেপ তৃণমূলের, সাসপেন্ড যুব নেতা বাবান 

বেহালায় অশান্তির ঘটনায় এবার কড়া পদক্ষেপ নিল তৃণমূল। ঘটনায় অন্যতম অভিযুক্ত যুব তৃণমূল নেতা বাবান ব্যানার্জিকে সাসপেন্ড করল দল। বৃহস্পতিবার তৃণমূলের শীর্ষ নেতৃত্বের তরফে একথা জানিয়ে দেওয়া হয়। এদিকে এদিন সাসপেন্ড তৃণমূল নেতার পরিবারের লোকজন এবং অনুগামীরা এসে বেহালা পূর্বের বিধায়ক রত্না চ্যাটার্জিকে বিক্ষোভ দেখান। তাঁদের অভিযোগ, ওই যুব নেতাকে ষড়যন্ত্র করে ফাঁসানো হয়েছে। যদিও রত্না চ্যাটার্জি এদিন জানিয়ে দেন, আইন আইনের পথে চলবে। ওই যুব নেতার বিরুদ্ধে স্থানীয়রা অনেকেই অভিযোগ করেছেন। 

মঙ্গলবার রাতে চরক মেলাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে বেহালা। বেহালার ১২১ নম্বর ওয়ার্ডের দুই গোষ্ঠীর মধ্যে মেলার মাঠ দখল নিয়ে বচসা হাতাহাতি শুরু হয়। মুহূর্তের মধ্যে অগ্নিগর্ভ হয়ে ওঠে পরিস্থিতি। ইট, পাথর ছোঁড়া, এলাকায় কয়েকটি বাড়ির কাঁচ ভেঙে দেওয়া হয়। শুরু হয় বোমাবাজি। এমনকী গুলি চলারও অভিযোগ ওঠে। খাস কলকাতায় এই ধরণের ঘটনা নিয়ে তীব্র চাঞ্চল্য শুরু হয়। মাঠে নামে বিরোধীরা। 

এই ঘটনায় এখনও পর্যন্ত বেশ কয়েকজনকে গ্রেফতার করেছে পুলিশ। যদিও অভিযুক্ত যুব তৃণমূল নেতা এখনও পলাতক। এই ঘটনায় এদিন সকালেই রত্না চ্যাটার্জির কাছে এসে অভিযোগ করেন বাবানের অনুগামীরা। জানা গিয়েছে, এদিনের ঘটনার খোঁজ নিতে মুখ্যমন্ত্রীও ফোন করেন রত্না চ্যাটার্জিকে। এলাকার শান্তি শৃঙ্খল বজায় রাখার নির্দেশ দিয়েছেন তিনি। 

Comments are closed.