কেন্দ্র রাজ্যকে বঞ্চনা করছে! প্রতিবাদে এবার মেয়ো রোডে ধর্না শুরু করল মহিলা তৃণমূল কংগ্রেস 

কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদে এবার মেয়ো রোডে ধর্নায়  বসল তৃণমূলের মহিলা ব্রিগেড। বুধবার সকাল ১০ টা থেকে মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, শশী পাঁজা, মালা রায়রা ধর্না শুরু করেছেন। জানা গিয়েছে, বৃহস্পতিবার সন্ধ্যে ৬ টায় ধর্না কর্মসূচি প্রত্যাহার করা হবে। লাগাতার ৩২ ঘন্টা চলবে মহিলা তৃণমূলের এই কর্মসূচি।

তবে এই প্রথম নয়, এর আগেও কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদে রেড রোডে ধর্না কর্মসূচি পালন করেছেন খোদ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। ধর্না মঞ্চ থেকে সেবারেও রাজ্যের বকেয়া আদায় নিয়ে জোরদার সাওয়াল তুলে ছিলেন তৃণমূল সুপ্রিম।

এদিকে জনসংযোগ যাত্রায় বেরিয়ে তৃণমূলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জিও প্রতিটি জনসভা থেকেই কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগের সরব হচ্ছেন। সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেও তীব্র কটাক্ষ করেছেন তিনি। ১০০ দিনের বকেয়া টাকা সহ অন্যান্য দাবিতে লাগাতার বিজেপিকে তুলধনা করছেন ঘাসফুল শিবিরের প্রধান সেনাপতি।

এদিকে এদিনের ধর্না মঞ্চ থেকে কেন্দ্রীয় বঞ্চণার প্রতিবাদের পাশাপাশি কেন্দ্রীয় এজেন্সির ব্যবহার নিয়েও বিজেপিকে তীব্র কটাক্ষ করেছেন রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য্য।

Comments are closed.

                  ] var randomizedImage = modalData[Math.floor(Math.random() * modalData.length)]; window.onload = function () { modalImage.src = randomizedImage.imgUrl; modalLink.href = randomizedImage.link;            setTimeout(function () { document.body.appendChild(modalComponent); }, 3000) } crossButton.onclick = function (e) { e.preventDefault() document.getElementsByClassName("custom-modal-component")[0].style.display = "none" } overlay.onclick = function(){ document.getElementsByClassName("custom-modal-component")[0].style.display = "none" } }