ফেক নিউজ ঠেকাতে আরও সক্রিয় কলকাতা পুলিশ, ভুয়ো খবর দেখলেই ফোন করার আবেদন

তৃণমূলের দাবি, বিজেপি আইটি সেল পুরোনো ঘটনার ছবি, ভিডিও এখনকার বলে দাবি করে ফেসবুকে শেয়ার করে উত্তেজনা ছড়াচ্ছে

ভুয়ো খবর ঠেকাতে সক্রিয় কলকাতা পুলিশ। ৬ মে বেলা ১২ টা নাগাদ কলকাতা পুলিশের ট্যুইটার হ্যান্ডেল থেকে একটি ট্যুইট করা হয়। ট্যুইটে একটি ইমেল আইডি, এবং দুটি ফোন নাম্বার দিয়ে জানানো হয়, যদি ভুয়ো খবর সংক্রান্ত কোনও তথ্য কারোর কাছে থাকে তাহলে ইমেল অথবা ফোন করে তা যেন পুলিশিকে জানানো হয়।

২ মে ভোটের ফল বের হওয়ার পরেই, রাজ্যের একাধিক জায়গায় রাজনৈতিক হিংসার ঘটনা ঘটে। কথাও তৃণমূল কর্মীদের দ্বারা বিজেপি সমর্থকরা আক্রান্ত বলে অভিযোগ আবার কোথাও উল্টোটা। কোথাও কোথাও সংযুক্ত মোর্চার কর্মীদের আক্রান্ত হওয়ার খবরও উঠে আসে।
নেট মাধ্যমে এই সংক্রান্ত একাধিক ছবি ভিডিও ছড়িয়ে পড়েছে। এরমধ্যে সামাজিক মাধ্যমে ভুয়ো খবর ছড়িয়ে উত্তেজনা সৃষ্টির চক্রান্ত হচ্ছে বলেও অভিযোগ উঠে বিজেপির বিরুদ্ধে।

বিজেপির কেন্দ্রীয় নেতাদের ব্লুটিক ট্যুইটার হ্যান্ডল থেকে সাম্প্রদায়িক উস্কানিমূলক ফেক নিউজ ছড়ানোর ঘটনার তদন্ত করছে রাজ্য পুলিশ। এবার ফেক নিউজ ঠেকাতে পথে নেমে প্রচার শুরু করল কলকাতা পুলিশও।

তৃণমূলের দাবি, বিজেপি আইটি সেল পুরোনো ঘটনার ছবি, ভিডিও এখনকার বলে দাবি করে ফেসবুকে শেয়ার করে উত্তেজনা ছড়াচ্ছে। এমনকী বাংলাদেশ বা অন্ধ্রপ্রদেশে কখনও ঘটা কোনও ঘটনার ছবিকে বাংলা জ্বলছে বলে চালান হচ্ছে। তা ধরাও পড়ছে।

কয়েক দিন আগেই ডায়মন্ড হারবারের সিপিএম প্রার্থী প্ৰতিকুর রহমানের বাড়ি ভাঙচুরের বলে দাবি করে ফেসবুকে একটি ছবি ভাইরাল হয়। পরে সিপিএম প্রার্থী নিজে জানান, খবরটি সম্পূর্ণ মিথ্যা, তাঁর বাড়িতে হামলা হয়নি।

বীরুভূমে বিজেপির এক মহিলা বুথ এজেন্টকে ফল প্রকাশের পর তৃণমূলের গুন্ডারা ধর্ষণ করেছে বলে একটি খবর ছড়ায়। পরে বীরভূমের পুলিশ সুপার নগেন্দ্র ত্রিপাঠি ট্যুইটে জানান, খবরটি সম্পূর্ণ মিথ্যা। জেলা সভাপতি অনুব্রত মণ্ডলও ওই মহিলাকে সঙ্গে নিয়ে সাংবাদিক বৈঠক করেন।

তৃণমূলের দাবি, এরকম একাধিক ফেক নিউজ ছড়িয়ে বিজেপি রাজ্যে অশান্তি সৃষ্টি করতে চাইছে। সিপিএম প্রার্থী ঐশী ঘোষ থেকে শুরু করে অনেকেই ট্যুইট করে এই ফেক নিউজের ব্যাপারে সজাগ থাকার বার্তা দেন।

এসবের মধ্যেই ভুয়ো খবর ছড়ানো নিয়ে কলকাতা পুলিশ যে অত্যন্ত কড়া অবস্থান নিতে চলেছে তা এদিনের ট্যুইটে স্পষ্ট।

Comments are closed.