মঙ্গলে মোদীর সঙ্গে বৈঠক ছাড়াও আর কী পকিকল্পনা মুখ্যমন্ত্রীর, দেখে নিন

তৃতীয়বার মুখ্যমন্ত্রী হওয়ার পর এই প্ৰথম দিল্লি গেছেন বাংলার মুখ্যমন্ত্ৰী মমতা ব্যানার্জি। আর এই সফরেই তিনি দেখা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে। মঙ্গলবারই সাক্ষাৎ হবে মোদী-মমতার। পেগসাস, ভ্যাকসিনের মতন বিষয়গুলি উঠে আসবে আলোচনায়। আরও কী কী বিষয় আলোচনায় উঠে আসে, সেই দিকেই নজর রাজনৈতিকমহলের। জানা গেছে, কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীর সঙ্গেও দেখা করবেন তিনি। আরও বেশকিছু বিজেপি বিরোধী দলের নেতাদের সঙ্গেও দেখা করার কথা মমতার।

কিন্তু মঙ্গলবার মমতার পরিকল্পনা কী? মোদী ছাড়াও আর কাদের সঙ্গে বৈঠক করবেন তিনি? দেখে নেওয়া যাক।

দুপুর ২: কংগ্রেস নেতা কমল নাথের সঙ্গে বৈঠক।
দুপুর ৩: কংগ্রেসের রাজ্যসভা সাংসদ আনন্দ শর্মার সঙ্গে বৈঠক।
বিকেল ৪: প্রধানমন্ত্রী মোদী-মমতা বৈঠক।
সন্ধে ৬.৩০: কংগ্রেসের রাজ্যসভার সাংসদ অভিষেক মনু সিংভির সঙ্গে বৈঠক।

তৃণমূলের তরফে জানানো হয়েছে এই কর্মসূচির কথা। শোনা গিয়েছিল, এসবের মধ্যে এদিন সংসদে যেতে পারেন তৃণমূল নেত্রী। তিনি এখন সংসদীয় কমিটির চেয়ারপার্সন হওয়ায় সংসদ ভবনে প্রবেশে করতেই পারেন।

প্রতিবার দিল্লি গেলে রাজনৈতিক ব্যক্তিত্বদের সঙ্গে দেখা করেন মমতা ব্যানার্জি। রাজ্যে তৃতীয় বারের জন্য তৃণমূল ক্ষমতায় আসার পর এইবার মমতার লক্ষ্য দিল্লি অর্থাৎ লোকসভা ভোট। কেন্দ্রে বিজেপিকে সরাতে তিনি বিজেপি বিরোধী দলগুলিকে একত্রিত হওয়ার আহ্বান দিয়ে রেখেছেন। তাই এইবারের দিল্লি সফর বেশ গুরুত্বপূর্ণ বলেই মনে করা হচ্ছে।

Comments are closed.