শীতের মুখে নিম্নচাপের ভ্রুকুটি বাংলায়, বৃষ্টির সম্ভাবনা কতটা?

ফের নিম্নচাপের ভ্রুকুটি। দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ তৈরি হয়েছে। এর প্রভাব পড়বে বাংলায়। এমনই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। শীতের মুখে নিম্নচাপের ভ্রুকুটির জেরে বাংলায় তাপমাত্রার পারদও হঠাৎ বেড়ে গিয়েছে। মঙ্গলবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ২৭.৬ ডিগ্রি সেলসিয়াস আর সর্বনিম্ন তাপমাত্রা ১৬.৭ ডিগ্রি সেলসিয়াস। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, নিম্নচাপ ঘূর্ণিঝড়ে পরিণত হয়ে মূলত প্রভাব ফেলবে তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, পুদুচেরীর মতো বঙ্গোপসাগরের উপকূল ঘেঁষা দক্ষিণ ভারতের রাজ্যগুলিতে।

তবে নিম্নচাপের প্রভাব খানিকটা হলেও পড়বে বাংলায়। কিন্তু বাংলায় এখনই বৃষ্টির সম্ভাবনা নেই বলেই জানিয়েছে হাওয়া অফিস। হাওয়া অফিস জানিয়েছে, তাপমাত্রার পারদ ঊর্ধ্বমুখী থাকবে। তবে সকাল-সন্ধ্যে শীতের আমেজ থাকবে। কিন্তু পুরোপুরি শীত এখনই পড়বে না। ডিসেম্বরের মাঝামাঝি সময় হয়ে যাবে পুরো শীত পড়তে বলেই জানিয়েছে হাওয়া অফিস।

Comments are closed.