ফেব্রুয়ারির শুরুতে শীতের আমেজ বাংলায়, আরও কমলো তাপমাত্রা  

কলকাতায় আরও নামলো তাপমাত্রার পারদ। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী এই সপ্তাহের শেষে শীতের স্পেল দেখছে বঙ্গবাসী।

কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৫.২ ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ তাপমাত্রা ২৫.৭ ডিগ্রি সেলসিয়াস। ফেব্রুয়ারির শুরুতে শীতের আমেজ উপভোগ করছে বঙ্গবাসী। এই আমেজ আগামী এক সপ্তাহ পর্যন্ত থাকবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

হাওয়া অফিস জানিয়েছে, সামনের সপ্তাহে মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার অর্থাৎ ৭, ৮, ৯ ফেব্রুয়ারি তাপমাত্রার পারদ ঊর্ধ্বগামী হবে। সামনের সপ্তাহের শুক্রবার থেকে ফের নিম্নমুখী হবে তাপমাত্রার পারদ। কাতার পাশাপাশি পারদ পতন হয়েছে জেলাগুলিতে। ২ থেকে ৩ ডিগ্রি পারদ কমেছে জেলাগুলিতে।

উল্লেখ্য, উত্তর পশ্চিম ভারতে একটি পশ্চিমী ঝঞ্ঝা ঢুকবে শুক্রবার। শুক্রবার থেকে রবিবারের মধ্যে জম্মু কাশ্মীর হিমাচলপ্রদেশ সহ উত্তর পশ্চিম পার্বত্য এলাকায় বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনার কথা জানিয়েছে মৌসম ভবন। তবে বাংলায় কোনও বৃষ্টির সম্ভাবনা নেই।

Comments are closed.