১২ রাজ্যে ভারী বৃষ্টির পূর্বাভাস, বাংলার কয়েকটি জেলাতেও হতে পারে বৃষ্টি  

দুটি সক্রিয় পশ্চিমী ঝঞ্ঝা সক্রিয় রয়েছে। এই কারণে জম্মু ও কাশ্মীরের পার্বত্য রাজ্য, লেহ লাদাখ, গিলগিট সহ উত্তরাখণ্ড ও হিমাচল প্রদেশে ভারী বৃষ্টি ও তুষারপাতের পূর্বাভাস জারি করা হয়েছে।
এছাড়াও বাংলার কয়েকটি জেলায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। মঙ্গলবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৩.৭ ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ তাপমাত্রা ৩১ ডিগ্রি সেলসিয়াস।

সোমবারের মতন মঙ্গলবার ও কলকাতার আকাশ মেঘলা। যদিও কলকাতা সহ্য সংলগ্ন জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা নেই বলেই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। আগামী ৪৮ ঘণ্টায় তাপমাত্রার কোনও পরিবর্তন না হলেও পরে তাপমাত্রার পরিবর্তন হবে। দিনে এবং রাতে বাড়বে তাপমাত্রার পারদ। সামনেই দোল। দোলের দিন ভ্যাপসা গরম থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস। উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলায় হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

অন্য দিকে বাংলার পাশাপাশি আবহাওয়ার পরিবর্তন হতে পারে অন্য রাজ্য গুলিতেও। উত্তরপ্রদেশের কিছু এলাকায় হালকা বৃষ্টি হতে পারে। কিন্তু উত্তর-পূর্বের রাজ্যগুলিতেও বৃষ্টি ও তুষারপাতের পূর্বাভাস জারি করা হয়েছে।

Comments are closed.