সোমবারও ঝড়-বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গ জুড়ে

রবিবারের পর সোমবারও ঝড়-বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গ জুড়ে। দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে সোমবার। আলিপুর আবহাওয়া দফতর আগেই জানিয়েছিল, রবিবার থেকে বুধবার পর্যন্ত বৃষ্টির পরিমাণ বাড়বে দক্ষিণবঙ্গ জুড়ে। সেইমত বুধবার পর্যন্ত চলবে ঝড়বৃষ্টি। পাশাপশি উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়িতে জেলাগুলিতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

দক্ষিণবঙ্গের মধ্যে দুই ২৪ পরগনা, দুই বর্ধমান, দুই মেদিনীপুর, হাওড়া ও কলকাতায় বৃষ্টির সম্ভাবনা সবথেকে বেশি। সোমবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩৪.৩ ডিগ্রি সেলসিয়াস। আর সর্বনিম্ন তাপমাত্রা ২৫.২ ডিগ্রি সেলসিয়াস। এদিন সকাল থেকে কলকাতার আকাশ আংশিক মেঘলা থাকলেও বেলা বাড়ার সঙ্গেসঙ্গে তাপমাত্রার পারদ বেড়ে যায়।

উল্লেখ্য, একটি অক্ষরেখা রয়েছে বিহার থেকে তামিলনাড়ু পর্যন্ত। যা বিস্তৃত মধ্যপ্রদেশ, ছত্তিসগঢ়, কর্ণাটকের ওপর। পাশাপাশি পশ্চিমী ঝঞ্ঝা আসছে বুধবার। ঘূর্ণাবর্ত রয়েছে পূর্ব বাংলাদেশ সংলগ্ন এলাকায়। তাই রবিবার থেকে ফের ঝড়বৃষ্টি শুরু হয়েছে দক্ষিণবঙ্গের একাধিক জেলায়।

বাংলার পাশাপাশি সোমবার প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে অন্য রাজ্য গুলিতেও। উত্তর-পশ্চিম ভারতের রাজ্যগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি ও শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে। অরুণাচল প্রদেশ, অসম এবং মেঘালয়ে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলিতে আগামী কয়েক দিন বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

Comments are closed.