কলকাতার তাপমাত্রা এপ্রিলেই পৌঁছাবে ৪০ ডিগ্রিতে, জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর

এপ্রিল মাসেই জ্বালাপোড়া গরমে ভোগান্তির শিকার রাজ্যবাসীর। আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে কলকাতার তাপমাত্রা এপ্রিলে পৌঁছাবে ৪০ ডিগ্রি সেলসিয়াসে। শনিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩৬.৫ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ২৬.৯ ডিগ্রি সেলসিয়াস।

 

হাওয়া অফিস জানাচ্ছে, এপ্রিল থেকে ১৫ এপ্রিলের মধ্যে তাপমাত্রা আরও বৃদ্ধি পাবে। পাশাপাশি আর্দ্রতাজনিত অস্বস্তিও বজায় থাকবে। চৈত্র মাসেই যা তাপপ্রবাহ তাতে চৈত্র সংক্রান্তি এবং নববর্ষ সবথেকে উষ্ণতম হতে চলছে।

 

হাওয়া অফিস সূত্রে জানা গিয়েছে, শুক্রবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬.৫ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি। শনিবার সর্বনিম্ন তাপমাত্রা ২৬.৯ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি। ১০ থেকে ১৫ এপ্রিল পর্যন্ত দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলা সহ উপকূল সংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গে এবং উত্তরবঙ্গের মালদা ও দক্ষিণ দিনাজপুরে তাপপ্রবাহের আশঙ্কা করছেন আবহাওয়াবিদরা। তবে এখনই কোনও বৃষ্টির সম্ভাবনা নেই। হাওয়া অফিস জানাচ্ছে, ১৫ এপ্রিল পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা নেই। এদিন দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় খুব সামান্য সম্ভাবনা ছিটেফোঁটা বৃষ্টি হতে পারে।

দক্ষিণবঙ্গের পাশাপশি উত্তরবঙ্গেও এখন বৃষ্টির সম্ভাবনা নেই। উত্তরবঙ্গের মালদা ও দক্ষিণ দিনাজপুরে তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে।

Comments are closed.