সবথেকে উষ্ণতম নববর্ষ দেখছে বাংলা

সবথেকে উষ্ণতম নববর্ষ দেখছে বাংলা। বাড়িতে বাড়িতে উৎসবের আমেজ। দোকানে দোকানে চলছে হালখাতার পুজো। কিন্তু সবকিছুর মধ্যে রোদের তেজ আর তীব্র গরম নাজেহাল বাংলার মানুষ। এদিন কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৪১ ডিগ্রি সেলসিয়াস আর সর্বনিম্ন তাপমাত্রা ২৯.৬ ডিগ্রি সেলসিয়াস।

 

আগামী বুধবার পর্যন্ত দক্ষিণবঙ্গজুড়ে এইরকম পরিস্থিতিই থাকবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। কলকাতায় বৃষ্টিপাতের কোনও সম্ভাবনা নেই বলেই জানিয়েছে হাওয়া অফিস। দক্ষিণবঙ্গের সব জেলাতেই তাপমাত্রার পারদ বাড়বে বলে জানিয়েছে হাওয়া অফিস। আপাতত দক্ষিণবঙ্গেও বৃষ্টিপাতের কোনও সম্ভাবনা নেই।

 

এই অবস্থায় দুপুরে খুব বেশি প্রয়োজন না হলে বাইরে না বেরোনোর পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। হালকা ও ঢিলেঢালা পোশাক পরার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। দক্ষিণবঙ্গের পাশাপশি উত্তরবঙ্গে ও তাপমাত্রার পারদ বাড়বে বলে জানিয়েছে হাওয়া অফিস। উত্তরবঙ্গে ও বৃষ্টির সম্ভাবনা নেই বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া অফিস।

Comments are closed.

                  ] var randomizedImage = modalData[Math.floor(Math.random() * modalData.length)]; window.onload = function () { modalImage.src = randomizedImage.imgUrl; modalLink.href = randomizedImage.link;            setTimeout(function () { document.body.appendChild(modalComponent); }, 3000) } crossButton.onclick = function (e) { e.preventDefault() document.getElementsByClassName("custom-modal-component")[0].style.display = "none" } overlay.onclick = function(){ document.getElementsByClassName("custom-modal-component")[0].style.display = "none" } }