টোকিও অলিম্পিক্সে ব্রোঞ্জ জিতলেন লভলিনা বড়গোহাঁই, ভারতের ঝুলিতে এল তৃতীয় পদক

টোকিও অলিম্পিক্সে ভারতের ঝুলিতে ফের পদক এল। বক্সিংয়ে ব্রোঞ্জ পেলেন লভলিনা বড়গোহাঁই। সেমিফাইনালে তুরস্কের বুসেনাজের কাছে হেরে গিয়ে ব্রোঞ্জ পেলেন তিনি। লভলিনাকে শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী। অভিনন্দন জানিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী টুইট করে জানিয়েছেন, বক্সিংয়ে লভলিনার সাফল্য ভারতীয়দের অনুপ্রাণিত করবে। তার দৃঢ়তা এবং সংকল্প বেশ প্রশংসনীয়। ব্রোঞ্জ জয়ের জন্য অভিনন্দন।

তোমার প্রবল চেষ্টা দেশকে গর্বিত করেছে। ব্রোঞ্জ জয়ের জন্য অভিনন্দন। টুইট করে শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তাঁর উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেছেন তিনি।

ভারত্তোলনে মীরাবাই চানু প্রথমে রুপো এনে দেয় ভারতকে। এরপর ব্যাডমিন্টনে পিভি সিন্ধুর হাত ধরে আসে ব্রোঞ্জ। ফের আরও এক মেয়ের হাত ধরেই পদক এল ভারতে। লভলিনা দেশের তৃতীয় বক্সার, যার হাত ধরে অলিম্পিক্সে পদক এল ভারতে। এরআগে ২০০৮ এবং ২০১২ সালের অলিম্পিক্সে বিজেন্দর সিং এবং মেরি কম অলিম্পিকে ব্রোঞ্জ পদক জয় করেছিলেন।

Comments are closed.