এই প্রথম, বড়দিনে মধ্যরাতের প্রার্থনার সময়সূচি বদল করল ব্যান্ডেল চার্চ 

রাজ্যের পর্যটনস্থলগুলির মধ্যে অন্যতম হুগলির ব্যান্ডেল চার্চ। বড়দিন, নতুন বছরে অসংখ্য মানুষ ভিড় জমান ব্যান্ডেলে। চার্চ কতৃপক্ষ জানিয়েছেন, এ বছর বড়দিন উপলক্ষ্যে মধ্যরাতের প্রার্থনার সমসূচি বদল করা হয়েছে। চার্চের ৪০০ বছরের ইতিহাসে যা এই প্রথম। প্রতিবছর ২৪ ডিসেম্বর রাত ১২ টার সময় প্রার্থনা হয়। এ বছর ওই বিশেষ প্রার্থনার সময় রাত ১০ টায় করা হয়েছে। বড়দিন উপলক্ষ্যে নাইটকার্ফু শিথিল করা হলেও কেন এই সিদ্ধান্ত তা নিয়ে প্রশ্ন উঠছে। 

সময়সূচি বদল নিয়ে চার্চের ফাদার জনি জানান, এই বিশেষ প্রার্থনায় সবাই অংশগ্রহন করেন না। খ্রিষ্ট্রধর্মের বেশিরভাগ মানুষই এই প্রার্থনায় অংশ নেন। করোনা পরিস্থিতিতে প্রার্থনা শেষে যাতে সবাই নির্বিঘ্নে বাড়ি ফিরে যেতে পারেন, সে কথা ভেবেই এই সিদ্ধান্ত। পাশাপাশি ফাদার আরও জানান, দুরুত্ববিধি বজায় রাখতে এবছর প্রার্থনারগৃহের পাশাপাশি অডিটোরিয়াম এবং নতুন হলেও প্রার্থনা হবে। একত্রে তিন জায়গায় প্রার্থনার জেরে ভিড় এড়ানো যাবে বলে জানান ফাদার। 

উল্লেখ্য, ২৪ ডিসেম্বর থেকে ১ জানুয়ারি পর্যন্ত রাতের বিধিনিষেধ শিথিল করেছে রাজ্য সরকার। বড়দিন উপলক্ষ্যে ইতিমধ্যেই রাজ্য সেজে উঠেছে। যদিও ২৫ ডিসেম্বর এবং ১ জানুয়ারি ঐতিহ্যশালী এই চার্চের দরজা সাধারণের জন্য বন্ধ থাকবে বলে জানিয়েছে চার্চ কর্তৃপক্ষ। এই বিশেষ দুটি দিনে বাইরে থেকেই চার্চ দর্শন করতে হবে পর্যটকদের।   

Comments are closed.