মুখ্যমন্ত্রীর নেতৃত্বে পুলিশ আরও মানবিক, মমতার ভূয়সী প্রশংসায় IPS নগেন্দ্র ত্রিপাঠী

মুখ্যমন্ত্রীর প্রশংসায় বীরভূমের পুলিশ সুপার নগেন্দ্রনাথ ত্রিপাঠী। নন্দীগ্রামের বয়ালে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সঙ্গে তর্কে জড়িয়েছিলেন তৎকালীন পুলিশ পর্যবেক্ষক নগেন্দ্রনাথ ত্রিপাঠী।

ভোট নিয়ে অভিযোগ ওঠার পর উর্দিতে কোনও দাগ লাগতে দেব না বলে মুখ্যমন্ত্রীকে জানিয়েছিলেন নগেন্দ্র। বৃহস্পতিবার সেই নগেন্দ্রনাথ ত্রিপাঠীর মুখে মুখ্যমন্ত্রীর ভূয়সী প্রশংসা তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন কেউ কেউ। সাঁইথিয়ার সাংড়ায় ‘আপনার পাড়ায় আপনার থানা’ পরিষেবার সূচনায় এসে তিনি বলেন, গত সরকারে পুলিশ ছিল শাসকের ভূমিকায়। আর ২০১১ সালে মা মাটি মানুষের সরকারে পুলিশ মানবিক হয়েছে।

তাঁর কথায়, মুখ্যমন্ত্রীর নির্দেশে সারা বাংলায় কমিউনিটি পুলিশিং বেড়েছে। জঙ্গলমহল কাপ, রাঙামাটি কাপ খেলা হল। রক্তদান শিবির হচ্ছে। মেধাবী ছাত্র ছাত্রীদের পাশে দাঁড়াচ্ছে পুলিশ।বিধানসভা ভোটের শেষের দিকে নগেন্দ্রনাথ ত্রিপাঠীকে বীরভূমের পুলিশ সুপার পদে বসানো নিয়ে নির্বাচন কমিশনের সঙ্গে মমতা সরকারের সংঘাত বেঁধেছিল।

সাঁইথিয়ায় আপনার পাড়ায় আপনার থানা পরিষেবা বিষয়ে নগেন্দ্রনাথ বলেন, কোনও সমস্যায় পড়ে পুলিশের সাহায্য নিতে আর থানায় যেতে হবে না। এবার হাত বাড়ালেই পাশে হাজির হবে পুলিশ।

রাজনৈতিক পর্যবেক্ষকরা অবশ্য বলছেন, রাজ্য সরকারি কর্মী হয়ে বীরভূমের পুলিশ সুপার যে মন্তব্য করেছেন তা অত্যন্ত স্বাভাবিক। যদিও তাতেই তাৎপর্য খুঁজছেন কেউ কেউ।

Comments are closed.