কাঠুয়া ঘটনার পেছনে পাকিস্তানের হাত,মন্তব্য বিজেপি নেতার

কাঠুয়ার নাবালিকা গণধর্ষণের পেছনে পাকিস্তানের হাত রয়েছে বলে দাবি করলেন মধ্যপ্রদেশের বিজেপি সভাপতি নন্দ কুমার সিং চৌহান। মধ্যপ্রদেশের খান্ডওয়া জেলায় নিজের বাড়িতে বিজেপির একটি সাংগঠনিক বৈঠকে তিনি বলেন,’দেশব্যাপী বিভাজন ঘটাতেই পাকিস্তানি চর এই ঘটনা ঘটিয়েছে। কাশ্মীরে হিন্দুদের জনসংখ্যা মাত্র এক শতাংশ। যদি এই রকম কোনও ঘটনা ঘটে থাকে তাহলে তাঁর পেছনে নিশ্চয় পাকিস্তানের হাত রয়েছে’। গত ১০ই জানুয়ারি কাশ্মীরের কাঠুয়া জেলায় একটি মন্দিরে আট বছরের নাবালিকার নির্মম ধর্ষণ ও হত্যার অভিযোগে আট জনকে গ্রেফতার করা হয়। অভিযুক্তদের মধ্যে আবার কয়েকজন পুলিশকর্মী। সেই আটজন অভিযুক্তকে আড়াল করতে মেহবুবা মুফতি ক্যাবিনেটের দুজন বিজেপি মন্ত্রী চৌধুরি লাল সিংহ এবং চন্দ্র প্রকাশ গঙ্গা হিন্দু একতা মঞ্চে সামিল হয়ে যথেষ্টই বিতর্ক তৈরি করেছিল। এরপর তাদের মন্ত্রিসভা থেকে ইস্তফাও দিতে হয়। এবার মধ্যপ্রদেশের বিজেপি সভাপতির এই মন্তব্য ঘটনায় নতুন মোড় আনল।

Leave A Reply

Your email address will not be published.