সিট বেল্ট পরেননি সাইরাস মিস্ত্রী, মৃত্যুতে নয়া তথ্য

গাড়ি দুর্ঘটনায় মৃত্যু হয়েছে টাটা গ্রুপের প্রাক্তন চেয়ারম্যান সাইরাস মিস্ত্রীর। রবিবার দুপুরে আহমেদাবাদ থেকে মুম্বইয়ে আসার সময় দুর্ঘটনার কবলে পড়ে তাঁদের গাড়ি। মুম্বই থেকে ১৩৫ কিলোমিটার দূরে একটি ডিভাইদারে ধাক্কা মারে তাঁদের মার্সিডিস গাড়ি। গাড়িতে সাইরাস ছাড়াও ছিলেন তাঁর বন্ধু দারিয়াস পান্ডোল ও স্ত্রী অনাহিতা এবং অনাহিতার ভাই জাহাঙ্গির। এই দুর্ঘটনার পরেই তদন্তে নামে পুলিশ। জানা গিয়েছে সিট বেল্ট পরেননি সাইরাস। গাড়িটি চলছিল খুব দ্রুত গতিতে। ৯ মিনিটে ২০ কিমি পাড়ি দিয়েছিল তাঁদের গাড়ি।

পুলিশের প্রাথমিক অনুমান, অতিরিক্ত গতিতে গাড়ি চালানো আর সিট বেল্ট না পরার কারণেই এই মৃত্যু। গাড়ির ভিতরে থাকা এয়ারব্যাগগুলি ঠিক মতন কাজ করেছিল কিনা তা পরীক্ষা করে দেখা হচ্ছে। সিট বেল্ট না পরার খবর প্রকাশ্যে আসতেই প্রতিক্রিয়া জানিয়েছেন অনেকে। ভারতে, খুব কম লোকই পিছনের সিটে সিট বেল্ট পরেন।

সাইরাস মিস্ত্রির মৃত্যুতে প্রতিক্রিয়া জানিয়েছেন শিল্পপতি আনন্দ মাহিন্দ্রা। তিনি জানিয়েছেন, আমরা সকলেই আমাদের পরিবারের প্রতি ঋণী। মাহিন্দ্রা গ্রুপের চেয়ারম্যান আনন্দ মাহিন্দ্রার কথায়, গাড়ির পিছনের সিটে বসে থাকার সময় সিট বেল্ট পরা জরুরি। সকলকে সেই অনুরোধ করা হচ্ছে।

Comments are closed.