সাইরাসের পুনর্বহালের নির্দেশে স্থগিতাদেশ সুপ্রিম কোর্টের, স্বস্তিতে রতন টাটা

সাইরাস মিস্ত্রিকে টাটা সন্সের চেয়ারম্যান পদে ফিরিয়ে আনার ব্যাপারে আপিল আদালতের নির্দেশের উপর স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট। ন্যাশনাল কোম্পানি ‘ল অ্যাপিলেট ট্রাইব্যুনাল (এনসিএলএটি) গত ১৮ ডিসেম্বর নির্দেশ জারি করে টাটা সন্সকে বলে, অবিলম্বে অপসারিত সাইরাসকে তাঁর পুরনো পদে ফিরিয়ে আনতে হবে। টাটা সন্স আপিল আদালতের ওই নির্দেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যায়। আলাদা করে শীর্ষ আদালতের দ্বারস্থ হন টাটা সন্সের এমেরিটাস চেয়ারম্যান রতন টাটা। শুক্রবার ওই মামলার শুনানি ছিল। সংবাদ সংস্থা পিটিআই জানাচ্ছে, সুপ্রিম কোর্ট আপিল আদালতের ওই নির্দেশের উপর স্থগিতাদেশ জারি করেছে। এর ফলে টাটারা স্বস্তি পেল। ২০১৬ সালে টাটা সন্সের পরিচালন পর্ষদ সাইরাসকে সংস্থার চেয়ারম্যান পদ থেকে অপসারণ করে। তার পর থেকে মামলা মোকদ্দমা চলতে থাকে। সাইরাস আপিল আদালতে যান। আপিল আদালত ১৮ ডিসেম্বর তাঁকে পুনর্বহালের নির্দেশ দেয়। সম্প্রতি সাইরাস জানিয়েছিলেন, তিনি আর পুরনো পদে ফিরতে চান না। তবে সংখ্যালঘিষ্ঠ স্টেকহোল্ডারদের স্বার্থে তিনি সংস্থার পরিচালন পর্ষদে থাকতে চান।

Comments are closed.