টাটা সন্সের চেয়ারম্যান পদে ফিরতে চান না, বিবৃতিতে জানালেন সাইরাস

ন্যাশনাল কোম্পানি ‘ল অ্যাপিলেট ট্রাইব্যুনাল (এনসিএলএটি)-এর রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে গিয়েছে টাটা সন্স। আপিল আদালত সম্প্রতি তার রায়ে বলেছে, অপসারিত সাইরাস মিস্ত্রিকে তাঁর পুরনো পদে (টাটা সন্সের চেয়ারম্যান) ফিরিয়ে দিতে হবে। তাঁকে বেআইনিভাবে সরানো হয়েছিল। এবার তা নিয়ে প্রথম মুখ খুললেন সাইরাস।

রবিবার এক বিবৃতিতে তিনি বলেন, টাটা সন্সের চেয়ারম্যান পদে আমি আর ফিরতে চাই না। তবে টাটা গোষ্ঠীর মূল সংস্থার পরিচালন পর্ষদের সদস্য হিসেবে আমি ফিরতে চাই।

সুপ্রিম কোর্টে টাটা সন্সের অভিযোগ, এনসিএলআরটি-র রায়ে কর্পোরেট স্বাধীনতায় হস্তক্ষেপ করা হয়েছে। সুপ্রিম কোর্টে গিয়েছেন খোদ রতন টাটাও। পালোনজি মিস্ত্রির ছেলে সাইরাসের বিরুদ্ধে রতন টাটার অভিযোগ, তিনি ক্ষমতা কুক্ষিগত করে রেখেছিলেন।

রবিবার বিবৃতি জারি করে সাইরাস সেই সব অভিযোগের জবাব দিয়েছেন। টাটা গোষ্ঠীর নানা পদক্ষেপের সমালোচনাও করেন তিনি। কটাক্ষ করেছেন রতন টাটাকেও। তাঁর দাবি, সংখ্যালঘু শেয়ারহোল্ডারদের স্বার্থ বজায় রাখা নিশ্চিত করার জন্যই তিনি মূল সংস্থায় ফিরতে চান।

Comments are closed.