দশম শ্রেণী পাশ করলেই রয়েছে পোস্ট অফিসে আকর্ষণীয় চাকরির সুযোগ, কীভাবে আবেদন করবেন জানুন 

সরকারি চাকরি প্রার্থীদের জন্য খুশির খবর। দশম শ্রেণী পাশ করলেই ইন্ডিয়ান পোস্ট অফিসে মিলবে চাকরির সুযোগ। সম্প্রতি ভারতীয় ডাক বিভাগের তরফে জানানো হয়েছে, গ্রামীন ডাক সেবক সহ অন্যান্য পদে নিয়োগ করা হবে। 

ডাক বিভাগে চাকরি করতে আগ্রহীরা আগামী ৫ জুনের মধ্যে অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে চাকরির জন্য আবেদন করতে পারবেন। indianpostgdsonline.gov.in এই ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে চাকরি প্রার্থীদের। মোট ৩৮, ৯২৬ টি শূন্য পদের জন্য নিয়োগ করা হবে বলে জানা গিয়েছে। এর মধ্যে রয়েছে, পোস্ট অফিসে শাখা পোস্ট মাস্টার, সহকারী শাখা পোস্ট মাস্টার এবং গ্রামীন ডাক সেবক। 

গ্রামীন ডাক সেবক পদের জন্য আবেদনকারী প্রার্থীদের সরকার স্বীকৃত কোনও প্রতিষ্ঠান থেকে মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় পাস করতে হবে। আবেদনকারীদের বয়েস হতে হবে ১৮ বছর থেকে ৪০-এর মধ্যে। সেই সঙ্গে আবেদন ফি লাগবে ১০০ টাকা। তবে SC/ST প্রার্থী, মহিলা আবেদনকারী এবং ট্রান্সজেন্ডারদের কোনও আবেদন ফি দিতে হবে না। 

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়েছে, শাখা পোস্ট মাস্টার পদের জন্য ১২ হাজার টাকা বেতন ধার্য করা হয়েছে। বাকি সহকারী শাখা পোস্টমাস্টার এবং ডাক সেবকের জন্য ১০ হাজার টাকা বেতন ধার্য করা হয়েছে। 

 

Comments are closed.