পর্যকদের জন্য বন্ধ কাজিরাঙা জাতীয় উদ্যান, জারি হয়েছে সরকারি বিজ্ঞপ্তি

কাজিরাঙা অভয়ারণ্যে মে মাস থেকে অক্টোবর মাস পর্যন্ত কোনও পর্যটক ঢুকতে পারবেন না। সরকারি বিজ্ঞপ্তি জারি করে জানিয়ে দেওয়া হয়েছে একথা। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, কাজিরাঙা অভয়ারণ্যে হাতি সাফারি বন্ধ থাকবে ১ মে থেকে আর জিপ সাফারি বন্ধ থাকবে ১৬ মে থেকে।

 

এই অভয়ারণ্য প্রতি বছর বর্ষার জন্যে মাস থেকে অক্টোবর মাস পর্যন্ত বন্ধ থাকে। অন্যদিকে এইসময় বন্যপ্রাণীদের প্রজননের জন্য দেশের প্রতিটি অভয়ারণ্য বন্ধ থাকে। এইসব কারণের জন্য কাজিরাঙা অভয়ারণ্য বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে অসম সরকার। কাজিরাঙা জাতীয় উদ্যান অসমের গোলাঘাট ও নগাও জেলার মধ্যে। ইউনেস্কো স্বীকৃত ঐতিহ্যবাহী অভয়ারণ্য এটি। এই অভয়ারণ্য এক শৃঙ্গ গণ্ডারের জন্য বিখ্যাত। আগেই এই অভয়ারণ্য ব্যাঘ্র প্রকল্পের জন্য ঘোষণা করা হয়। এখানে রয়েছে প্রচুর পরিমাণে হাতি। পাখি সংরক্ষণও করা হয় এখানে।

 

প্রতিবছর বর্ষার সময় বন্যা হয় ব্রহ্মপুত্র উপত্যকায়। এই সময় কাজিরাঙার একাংশ জলে ডুবে যায়। এই বছর কাজিরাঙা বনকর্তারা বন্য প্রানীদের সুরক্ষার জন্য বিশেষ ব্যবস্থা নিয়েছে। বনকর্তাদের কথায়, এই মরশুমে বন্য প্রাণীদের প্রজননের কথা মাথায় রেখে পর্যটকদের জন্য বন্ধ রাখা হয়েছে।

Comments are closed.