বড়ো ঘোষণা RBI-এর! মিলে যেতে চলেছে এই দুটি ব্যাঙ্ক, এখনই জেনে নিন

লকডাউনের জেরে ধুঁকছে দেশের ব্যাঙ্কগুলি। সেই নিয়ে ফের RBI ব্যাঙ্ক নিয়ে বড়ো সিদ্ধান্ত নিতে চলেছে ৷ মিলে যেতে চলেছে আরও দুই ব্যাঙ্ক ৷ অর্থনৈতিকভাবে ধুঁকতে থাকা ৯৩ বছরের পুরনো লক্ষ্মীবিলাস ব্যাঙ্ককে আগামী ১৬ ডিসেম্বর পর্যন্ত Moratorium এ রাখার সিদ্ধান্ত নিয়েছে আরবিআই ৷ এই সূত্রে পরিবর্তন হতে চলেছে কিছু নিয়ম, আর সেই সঙ্গে লাগু হবে কিছু নতুন নিয়ম। এই মাস থেকে গ্রাহকরা আর ২৫ হাজার টাকার বেশি তুলতে পারবেন না।

লক্ষ্মীবিলাস ব্যাঙ্ককে বাঁচাতে DBS Bank India Ltd-এর সঙ্গে মিলিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে আরবিআই৷ অর্থনৈতিকভাবে পুরোপুরি ভেঙে পড়া ব্যাঙ্ককে ছন্দে ফিরিয়ে আনতে ২৫০০ কোটি টাকা দেবে DBS।

৯৩ বছরের পুরনো চেন্নাইয়ের এই প্রাইভেট ব্যাঙ্কের রেটিং ক্রেডিট রেটিংস এজেন্সি (CARE Ratings) গত মাসেই কমিয়ে দেয়৷ টিয়ার ২ স্ল্যাব থেকে নেমে সোজা চলে আসে বিবি মাইনাস৷ নতুন নিয়মানুযায়ী ২৫ হাজারের বেশি টাকা তুলতে পারবেন না এখন কেউই। বিশেষ প্রয়োজন হলে RBI এর সাথে কথা বলতে হবে। কেন্দ্র আশা করছে, লক্ষ্মীবিলাস ব্যাঙ্ককে গতিতে ফিরিয়ে আনতে যে পুঁজির প্রয়োজন তা DBS ব্যাঙ্কের সহায়তায় পূরণ হবে।

Comments are closed.