তৈরি পর্ষদ, এবছর মাধ্যমিকের ফল প্রকাশ কবে? ইঙ্গিত দিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু  

এ বছরের মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট কবে প্রকাশিত হবে? সে দিকে তাকিয়ে রয়েছে কয়েক লক্ষ পরীক্ষার্থী। ফল প্রকাশের দিনক্ষণ নিয়ে স্পষ্ট জানালেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। সোমবার তিনি জানান, আগামী দশ দিনের মধ্যেই মাধ্যমিকের ফল প্রকাশ করে দেওয়া হবে। পর্ষদ সূত্রে খবর, সব ঠিক থাকলে, দু’এক দিনের মধ্যেই ফলপ্রকাশ নিয়ে পর্ষদ বিজ্ঞপ্তি প্রকাশ করবে। 

মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গাঙ্গুলি আগেই জানিয়েছিলেন, এবারে পর্ষদের পরিকল্পনা, মে মাসের মাঝামাঝি সময়ে ফল প্রকাশ করে দেওয়া। জানা গিয়েছে, সেই মতো ফল প্রকাশ নিয়ে পর্ষদ সমস্ত প্রস্তুতিই সেড়ে ফেলেছে। প্রসঙ্গত এ বছর মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছিল, ২৩ ফেব্রুয়ারি এবং পরীক্ষা শেষ হয় ৪ মার্চ। 

পর্ষদের তরফে জানা গিয়েছে, পরীক্ষা শেষের পরে খাতা দেখা, নম্বর দেওয়া, উত্তরপত্রের মূল্যায়ন সহ মোট ৫টি পদক্ষেপ থাকে। এর মধ্যে কয়েকটি প্রক্রিয়া এবারে অনলাইনে করেছে পর্ষদ। মাধ্যমিকের ফল যাতে প্রকাশ করা যায়, তার জন্যই এই প্রস্তুতি। পরীক্ষা শেষের তিন সপ্তাহের মধ্যে ফলপ্রকাশের ক্ষেত্রে এই প্রক্রিয়া কাজে দিয়েছে বলে পর্ষদের দাবি। প্রসঙ্গত শিক্ষামন্ত্রী ইঙ্গিত অনুযায়ী, আগামী সপ্তাহেই এবারের মাধ্যমিকের ফলপ্রকাশ হবে বলে মনে করা হচ্ছে। 

Comments are closed.