প্রতিদিন দেরিতে আসে প্যাসেঞ্জার ট্রেন, মুরারই স্টেশনে রেল অবরোধ যাত্রীদের

প্রতিদিন দেরিতে ট্রেন আসে। প্রতিবাদে বীরভূমের মুরারই স্টেশনে রেল অবরোধ করলেন যাত্রীরা। দীর্ঘ কয়েকঘন্টা রেল পরিষেবা বন্ধ হয়ে যায় ওই লাইনে। দাঁড়িয়ে পরে একের পর এক ট্রেন।

শুক্রবার বীরভূমের মুরারই রেল স্টেশনে সাহেবগঞ্জ- রামপুরহাট প্যাসেঞ্জার ট্রেনটি দেরিতে ঢোকে। এরপর ট্রেন আটকে অবরোধ শুরু করেন নিত্যযাত্রীরা। প্রায় ১ ঘণ্টা ট্রেন অবরোধ চলে। একের পর এক ট্রেন দাঁড়িয়ে পড়ায় রেলের আধিকারিকরা এসে কথা বলেন অবরোধকারীদের সঙ্গে। রেলের আধিকারিকদের আশ্বাসে অবরোধ তুলে নেন তাঁরা।

দিনের ব্যস্ত সময়ে এই অবরোধের জেরে ভোগান্তির শিকার হন ওই রুটে যাতায়াতকারী কয়েকশো যাত্রী। যাত্রীদের অভিযোগ, নির্ধারিত সময়ে কোনওদিনই পৌঁছতে পারে না ট্রেন। এই বিষয়ে স্টেশন মাস্টারের কাছে অভিযোগ জানিয়েও কোনও লাভ হয়নি। তাই বাধ্য হয়ে অবরোধ করার সিদ্ধান্ত নেন তাঁরা।

Comments are closed.