তপশিলি উপজাতি তালিকাভুক্ত করার দাবিতে কুড়মি, মাহাত সম্প্রদায়ের রেল অবরোধ, ভোগান্তি নিত্য যাত্রীদের

তপশিলি উপজাতি তালিকাভুক্ত করতে হবে। এই দাবিতে সকাল থেকে জাতীয় সড়ক ও রেল অবরোধ। ভোগান্তির শিকার নিত্য যাত্রীরা। মঙ্গলবার সকাল ৬ টা থেকে ঝাড়গ্রাম পুরুলিয়া কুড়মি, মাহাত সম্প্রদায়ের সামাজিক সংগঠনগুলি বিক্ষোভে সামিল হয়।

আগেই ছোটনাগপুর টোটেমিক কুড়মি-মাহাতো সম্প্রদায় তাঁদের দাবি মানা না হলে রেল অবরোধ করবে বলে হুঁশিয়ারি দিয়েছিল। সেইমত শুরু হয় বিক্ষোভ কর্মসূচি। খেমাশুলি রেল স্টেশন অবরোধ করা হয়। পুরুলিয়ার কুস্তাউর স্টেশনেও অবরোধ করা হয়।

কেউ কেউ লাইনের ওপর শুয়ে বিক্ষোভ দেখান। আবার কেউ হাতে তরোয়াল নিয়ে বিক্ষোভ সামিল হন। অবরোধের জেরে বিভিন্ন স্টেশনে দাঁড়িয়ে পড়ে ট্রেন। রেল আধিকারিকরা কথা বলেন অবরোধকারীদের সঙ্গে। কিন্তু কোনও লাভ হয়নি। ঘটনাস্থলে নামানো হয় বিশাল পুলিশ বাহিনী। উল্লেখ্য, ১৯৫০ সালে র কুড়মি জাতিকে তপশিলি উপজাতি তালিকা থেকে বাদ দেওয়া হয়। কিন্তু বাদ দেওয়ার কারণ জানানো হয়নি। ফের তাঁদের এসটি তালিকাভুক্ত করার দাবিতে বিক্ষোভে নামে কুড়মি সম্প্রদায়ের মানুষ।

মঙ্গলবারের ওই অবরোধের ফলে সকাল থেকেই পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলার মাঝে খেমাশুলির কাছে কলকাতা মুম্বই ৬ নম্বর জাতীয় সড়ক যেমন অবরুদ্ধ হয়ে পড়েছে। ব্যাহত হয়েছে খড়্গপুর-টাটা লাইনে ট্রেন চলাচল। পরিস্থিতির কথা ভেবে দক্ষিণ-পূর্ব রেলের আদ্রা ডিভিশনে চারটি ট্রেন বাতিল করা হয়েছে। ওই শাখায় চলাচলকারি প্রচুর ট্রেনের যাত্রা পথ ঘুরিয়ে দেওয়া হয়েছে।

Comments are closed.