মহারাষ্ট্রে জ্বালানির মূল্যে ভ্যাট কমলো, কলকাতার দামকে ছুঁয়ে ফেলল নতুন দাম

জ্বালানির দাম কমলো মহারাষ্ট্রে। সেই রাজ্যের নতুন সরকার পেট্রোল ও ডিজেলে ভ্যাট কমিয়েছে। এরফলে মুম্বইতে পেট্রলের দাম কমেছে ৫ টাকা। অন্যদিকে ডিজেলের দাম কমেছে ৩ টাকা। শনিবার মুম্বইতে পেট্রোলের দাম লিটার প্রতি ১০৬.৩১ টাকা। অন্যদিকে ডিজেলের দাম লিটার প্রতি ৯৪.২৭ টাকা। এই দামের ফলে মুম্বইয়ে জ্বালানির দাম কলকাতার দামকে ছুঁয়ে ফেলল।

কলকাতায় শনিবার পেট্রোলের দাম লিটার প্রতি ১০৬.০৩ টাকা। ডিজেলের দাম প্রতি লিটারে ৯২.৭৬ টাকা।

দিল্লিতে পেট্রোলের দাম লিটার প্রতি ৯৬.৭২ টাকা ও ডিজেলের দাম প্রতি লিটারের ৮৯.৬২ টাকা।

চেন্নাইতে পেট্রোলের দাম লিটার প্রতি ১০২.৬৩ টাকা। অন্যদিকে লিটার প্রতি ডিজেলের দাম রয়েছে ৯৪.২৪ টাকা।

হায়দরাবাদে পেট্রোলের দাম লিটার প্রতি ১০৯.৬৬ টাকা। ডিজেলের প্রতি লিটারের দাম ৯৭.৮২ টাকা।

বেঙ্গালুরুতে দাম ১০১.৯৪ টাকা। প্রতি লিটার ডিজেলের দাম রয়েছে ৮৭.৮৯ টাকা।

জ্বালানির দাম বৃদ্ধিতে বিরোধিদের তোপের মুখে বারবার পড়তে হচ্ছে কেন্দ্রকে। বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি রান্নার গ্যাস ও পেট্রোল, ডিজেলের দাম বৃদ্ধি নিয়ে মোদী সরকারকে কড়া ভাষায় আক্রমণ শানাচ্ছেন। জ্বালানির পাশাপাশি রান্নার গ্যাসের দাম বেড়ে চলেছে। দুমাসে দাম বেড়েছে ১০৩ টাকা।

Comments are closed.