সস্ত্রীক অভিষেককে ইডির তলব! ভয় দেখিয়ে তৃণমূলকে আটকানো যাবে না, পাল্টা অভিষেক

ইডি সিবিআই দিয়ে ভয় দেখিয়ে লাভ নেই। যত ভয় দেখানো হবে তৃণমূল কংগ্রেসের জেদ বেড়ে যাবে, দৃঢ়প্রতিজ্ঞ হবে। শনিবার তৃণমূলের ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসে ভার্চুয়ালি বক্তব্য রাখতে গিয়ে একথা বলেন অভিষেক ব্যানার্জি।

কয়লাকাণ্ডে সস্ত্রীক অভিষেক ব্যানার্জিকে তলব করেছে ইডি। ১ সেপ্টেম্বর অভিষেকের স্ত্রী রুজিরা এবং ৩ সেপ্টেম্বর অভিষেক ব্যানার্জিকে দিল্লিতে ডেকে পাঠানো হয়েছে। এই ঘটনার প্রেক্ষিতে সরব হয়েছিলেন তৃণমূল নেতারা। এবার অভিষেকের মুখে শোনা গেল আক্রমণের সুর। হিন্দিতে তিনি জানান, আপ লোগোকো লাগত হ্যায় থোৱা বহুত ধমকানে সে চমকানে সে এ বইঠ জায়েগা। জান জায়েগা জীবন জায়েগা জো উখরনা চাহে উখার লো। অমিত শাহকো চুনৌতি দেতা হু। আপ হামে রোককে দিখাও।

তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ত্রিপুরার প্রসঙ্গ টেনে বলেন, ত্রিপুরায় আর দুয়ারে গুন্ডা নয়, এবার দুয়ারে সরকার হবে। ২০২৩ এর ফেব্রুয়ারিতে ত্রিপুরায় কন্যাশ্রী, শিক্ষাশ্রী পৌঁছে যাবে। ওই রাজ্যে খেলা শুরু হয়ে গেছে। ত্রিপুরার জনগণের অধিকার রক্ষার জন্য তৃণমুল রক্তের শেষ বিন্দু দিয়ে লড়াই করবে।

ত্রিপুরার মাটিতে তৃণমূলের আধিপত্য বোঝাতে তিনি বলেন, আগরতলায় মিছিলের মাথা আর লেজ দেখুন।

Comments are closed.