তীব্র দাবদাহের মধ্যেও অফিস যাত্রায় মিলবে স্বস্তি ! আরও বেশি সংখ্যক এসি বাস চালানোর সিদ্ধান্ত নিল পরিবহন দফতর 

গরমে হাঁসফাঁস করছে গোটা দক্ষিণবঙ্গ। দিনের বেলা বাইরে না বেরোনোর পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। যদিও প্রখর রোদে কার্যত পুড়েই বাড়ি থেকে বেরোতে হচ্ছে অফিসযাত্রীদের। নাজেহাল অবস্থা নিত্যযাত্রীদের।  এই অবস্থায় অফিস যাত্রীদের কিছুটা স্বস্তি দিতে উদ্যোগ নিচ্ছে রাজ্য পরিবহন দফতর। জানা গিয়েছে, চলতি মাসেই রাস্তায় আরও বেশি সংখক এসি বাস চালানোর পরিকল্পনা নিয়েছে পরিবহন দফতর। 

জানা গিয়েছে, এপ্রিল মাসে ১০০টির বেশি বাস শহরের রাস্তায় পরিষেবা দেবে। তারমধ্যে শীততাপ নিয়ন্ত্রিত বাসের সংখ্যাই বেশি বলে জানানো হয়েছে। পরিবহন দফতরের তরফে আরও জানা গিয়েছে, এখনও মোট এসি বাসের ৬০ শতাংশ ডিপোগুলোতে রয়েছে। তার মধ্যে অনেক বাসই সারিয়ে রাস্তায় নামানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। 

তীব্র গরমের কারণে গত কয়েকদিন দুপুরে রাস্তাতেও পর্যাপ্ত বেসরকারি বাস মিলছিল না বলে খবর। এমনকী অটো, ট্যাক্সিও পাওয়া যাচ্ছে না। যার ফলে এই তীব্র রোদে রাস্তায় নেমে নিত্যযাত্রীদেরও ভোগান্তির মুখে পড়তে হচ্ছে। পরিবহন দফতরের কর্তাদের কথায়, সে কারণেও রাস্তায় অতিরিক্ত সরকারি বাস চালানোর সিদ্ধান্ত নিয়েছে পরিবহন দফতর।   

Comments are closed.