ফল বেরোতেই শুরু অ্যাকশন! প্রাক্তন বিধায়ক সহ ২ নেতাকে বহিষ্কার তৃণমূলের

শনিবার পূর্ব মেদিনীপুর জেলার জয়ী ও পরাজিত প্রার্থীদের নিয়ে নির্বাচনের ফলাফল সংক্রান্ত একটি বৈঠক হয়

দলবিরোধী কার্যকলাপের অভিযোগে পূর্ব মেদিনীপুরের এক প্রাক্তন বিধায়ক সহ দুই নেতাকে বহিষ্কার করল তৃণমূল। শনিবার জেলার কোর কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়।

বহিষ্কৃত হয়েছেন পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের কর্মধক্ষ তথা খেজুরির প্রাক্তন তৃণমূল বিধায়ক রণজিৎ মন্ডল এবং জেলা তৃণমূল নেতা আনন্দময় অধিকারী। পূর্ব মেদিনীপুরের জেলা তৃণমূল সূত্রে খবর, দল বিরোধী কার্যকলাপের জন্য ওই দুই নেতাকে বহিষ্কারের সিদ্ধান্ত।

শনিবার পূর্ব মেদিনীপুর জেলার জয়ী ও পরাজিত প্রার্থীদের নিয়ে নির্বাচনের ফলাফল সংক্রান্ত একটি বৈঠক হয়। বৈঠকে জেলার কয়েকটি কেন্দ্রে তৃণমূলের হারের কারণ নিয়ে বিশ্লেষণ করা হয় এবং তারপরেই দুই নেতাকে বহিষ্কার করা হয় বলে খবর।

এদিন পূর্ব মেদিনীপুর জেলা তৃণমূলের সাধারণ সম্পাদক তরুণ জানা জানান, জেলায় ভোটের ফল পর্যালোচনার জন্য কোর কমিটির একটি বৈঠক হয়। কয়েকটি কেন্দ্রে আমাদের ফলাফল খারাপ হয়েছে। হারের কারণ বিশ্লেষণ করার পর রণজিৎ মন্ডল এবং আনন্দময় অধিকারীকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Comments are closed.