দ্রুত বকেয়া উপনির্বাচন করানোর দাবিতে কমিশনে যাচ্ছে তৃণমূল

রাজ্যে দ্রুত উপনির্বাচনের দাবি নিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হতে চলেছে তৃণমূল। আগামী বৃহস্পতিবার তৃণমূলের একটি প্রতিনিধি দল দিল্লিতে কমিশনের সদর দফতরে যাচ্ছে।

উল্লেখ্য উপনির্বাচন করাতে দেরি হওয়ায় কয়েকদিন আগে কমিশনের ভূমিকা নিয়ে অসন্তোষ প্রকাশ করেছিলেন তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জি। সেই সঙ্গে জানিয়েছিলেন, রাজ্যে বর্তমান করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। এখন নির্বাচন না করালে করোনার তৃতীয় ঢেউ আছড়ে পড়লে জটিলতা দেখা দেবে। তৃণমূলের তরফে লিখিত ভাবেও কমিশনের কাছে দাবি জানানো হয়েছিল। এবার সরাসরি কমিশনে যাচ্ছে তৃণমূল। তাঁদের আর্জি, প্রচারের জন্য সাত দিন সময় দিয়ে ভোট করাতে পারে কমিশন।

রাজ্যে সাতটি কেন্দ্রে উপনির্বাচন রয়েছে। সাতটির মধ্যে ভবানীপুর কেন্দ্র থেকে প্রার্থী হওয়ার কথা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির। নন্দীগ্রামে পরাজয়ের পর এই কেন্দ্র থেকে ভোটে লড়তে পারেন বলে খবর। ভবানীপুর ছাড়াও খরদহ, দিনহাটা, শান্তিপুর, গোসাবা কেন্দ্রে উপনির্বাচন রয়েছে।

এদিকে তৃণমূলের এই দাবিকে কটাক্ষ করেছে গেরুয়া শিবির। রাজ্য বিজেপির মুখপাত্র শমীক ভট্টাচার্য বলেন, ভোট পরবর্তী সময়ে রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি তলানিতে ঠেকেছে। সারা রাজ্যে বিজেপি কর্মী সমর্থকরা আক্রান্ত হচ্ছেন। এখনও বহু কর্মী ঘরছাড়া। আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নত হলে তবেই যেন উপনির্বাচন করানো হয়। পাশাপশি পুরভোট করানোর দাবিতেও সরব হয়েছে বিজেপি।

Comments are closed.