রাখি পূর্ণিমা উপলক্ষ্যে ত্রিপুরায় পথশিশুদের জন্য বিশেষ ব্যবস্থা করছে তৃণমূল

রাখিবন্ধন উৎসবকে সামনে রেখে ত্রিপুরায় বিশেষ কর্মসূচি নিয়েছে তৃণমূল কংগ্রেস। ত্রিপুরা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে জানা গেছে, অনাথ ও পথশিশুদের জন্য পেট ভরে খাওয়ানোর ব্যবস্থা করেছে তৃণমূল।

দলের নেতা মন্ত্রীরা এলাকার পথ শিশুদের হাতে রাখি পড়িয়ে দেবেন। পথচলতি মানুষের হাতে রাখি বেঁধে মিষ্টি খাইয়ে পালন করবেন রাখি পূর্ণিমা উৎসব।

উত্তর-পূর্বের এই রাজ্যে নিজেদের জমি শক্ত করতে উঠেপড়ে লেগেছে তৃণমূল। একুশে বাংলায় সাফল্যের পর তেইশে ত্রিপুরা দখলের লক্ষ্য তৃণমূলের। সেইমত বাংলার নেতা মন্ত্রীরা যাতায়াত করছেন ত্রিপুরায়। সেখানে সাংবাদিক সম্মেলন থেকে শুরু করে নানা ধরণের কর্মসূচি নিচ্ছেন তাঁরা। এবার রাখি পূর্ণিমাকে সামনে রেখে বিশেষ আয়োজন করেছে তৃণমূল। ত্রিপুরা জুড়ে বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জির ছবি লাগানো রাখি পূর্ণিমার শুভেচ্ছার পোস্টার লাগানো হয়েছে । দলীয় পতাকায় মুড়ে ফেলা হয়েছে রাজধানী আগরতলা সহ বিভিন্ন এলাকা।

রবিবার রাখি পূর্ণিমার দিন ত্রিপুরায় যাবেন বাংলার একাধিক নেতা মন্ত্রী।

Comments are closed.