যোগীরাজ্যে ABP গঙ্গার সাংবাদিকের রহস্যমৃত্যু, পুলিশকে জানিয়েছিলেন খুন হওয়ার আশঙ্কা

মদ মাফিয়াদের নিয়ে খবরের জের। যোগী রাজ্যে রহস্য মৃত্যু সাংবাদিকের। রবিবার রাতে সুলভ শ্রীবাস্তব নামে ওই সাংবাদিকের দেহ উদ্ধার হয় প্রতাপগড় জেলায়। মৃত্যুর ঠিক ১ দিন আগে সুলভ শ্রীবাস্তব পুলিশকে চিঠি দিয়ে জানিয়েছিলেন, প্রতাপগড় জেলায় মদ মাফিয়াদের নিয়ে রিপোর্টিং করার পর তাঁকে হুমকির মুখে পড়তে হচ্ছে। তিনি নিজের নিরাপত্তা চেয়েছিলেন পুলিশের কাছে। দাবি করেছিলেন, তাঁর খবর প্রকাশিত হওয়ার পরেই মদ মাফিয়ারা হিংস্র হয়ে উঠেছে। যেকোনো সময় তিনি এবং তাঁর পরিবার আক্রান্ত হতে পারেন বলে আগেই পুলিশের কাছে জানিয়েছিলেন সুলভ শ্রীবাস্তব।

যদিও এই সাংবাদিকের মৃত্যুকে খুন বলে মানতে নারাজ পুলিশ। পুলিশের দাবি, মোটর সাইকেল দুর্ঘটনায় মৃত্যু হয়েছে সুলভ শ্রীবাস্তবের। পুলিশ জানিয়েছে, রবিবার রাত ১১টার সময় মিডিয়া কভারেজ করে ফেরার সময় প্রতাপগড় জেলায় একটি ইটভাটার কাছে টিউবওয়েলে ধাক্কা মারে মোটর সাইকেলটি। ছিটকে মাটিতে পড়ে যান তিনি। মোটর সাইকেলটি উল্টে যায়। কিছু শ্রমিক তাঁকে উদ্ধার করে তাঁরই ফোন থেকে এক বন্ধুকে ডাকে। বন্ধুর সহায়তায় ওই সাংবাদিককে ভর্তি করা হয় স্থানীয় একটি হাসপাতালে। যেখানে তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা।

ঘটনায় বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে প্রতিবাদ জানানো হয়েছে। বাংলার মুখ্যমন্ত্ৰী মমতা ব্যানার্জি শোক প্ৰকাশ করেছেন।

যোগী সরকারের তীব্র সমালোচনা করেছেন কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী। তিনি টুইট করে বলেছেন, এই ঘটনায় নীরব যোগী সরকার। জঙ্গলরাজকে লালন পালন করছে সরকার

এসপি প্রধান অখিলেশ যাদব প্ৰশ্ন তুলেছেন, মদ মাফিয়াদের নিয়ে খবর করার পরেও কেন তাঁকে সঠিক নিরাপত্তা দেওয়া হয়নি। ঘটনায় উচ্চ পর্যায়ের তদন্ত করা উচিত বিজেপি সরকারের।

Comments are closed.