মাথা বাঁচাতে হেলমেটের বদলে প্লাস্টিকের টুল, বাঁশের ঝুড়ি! UP পুলিশের ভিডিও ভাইরাল

উত্তেজিত জনতা পুলিশকে লক্ষ করে ইট পাটকেল ছুঁড়ছে, অগ্নিগর্ভ পরিস্থিতি। পুলিশ বাহিনীও ভিড় ছত্রভঙ্গ করার চেষ্টা করছে। পুলিশ ও জনতার মধ্যে খন্ডযুদ্ধ বেঁধে গিয়েছে। এরকম একটি গুরুতর মুহুর্তেও এমন দৃশ্য ক্যামেরাবন্দি হল, যা দেখে হেসে লুটোপুটি নেট পাড়ার লোকজন। লজ্জায় কান লাল খাঁকি বাহিনীর।

ভিড় থেকে ছোঁড়া ইট, পাথর থেকে বাঁচতে মাথায় হেলমেটের বদলে প্লাস্টিকের লাল রঙের টুল তুলে নিলেন এক পুলিশ কর্মী। আর এক পুলিশকর্মী আবার একহাতে লাঠি তুলে নিয়ে আর অন্য হাতে ঝুড়ি নিয়ে নিজেকে ঢালের মতো গার্ড করে ক্যাপ্টেন আমেরিকার স্টাইলে এগিয়ে চললেন বিক্ষোভ সামাল দিতে।

ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের উন্নাও জেলায়। বুধবার উন্নাও জেলার আক্রপুরে পথ দুর্ঘটনায় দু’জন নিহত হয়। যার জেরে মৃতের আত্মীয়রা দেহ নিয়ে রাস্তা অবরোধ করে। বিক্ষোভ চলতে থাকে।

পরিস্থিতি নিয়ন্ত্রনে করতে এলাকায় বিশাল পুলিশ বাহিনী নামানো হয়। বন্দুক, টিয়ার গ্যাস, লাঠি সোঁটা নিয়ে পুলিশের বাহিনী যখন বিক্ষোভ নিয়ন্ত্রণে ব্যস্ত। সেই সময় দেখা গেল দুই পুলিশ কর্মী এভাবে হাস্যকর উপায় জনতার ইটবৃষ্টি থেকে বাঁচার চেষ্টা করছেন।

ঘটনাটি প্রকাশ্যে আসার পরই উত্তরপ্রদেশ পুলিশের পক্ষ থেকে অভিযুক্ত পুলিশকর্মীদের সাসপেন্ড করা হয়েছে। ইউপি পুলিশের ট্যুইটার হ্যান্ডেল থেকে ট্যুইট করে জানানো হয়, এই ধরনের বিক্ষোভ তুলতে যাওয়ার সময় পুলিশকর্মীদের যথেষ্ট সুরক্ষা সামগ্রী দেওয়া হয়।

Comments are closed.