US ELECTION 2020: ট্রাম্প ও জো বিডেনের জোর টক্করে এগিয়ে কে? কী বলছে প্রাক-ভোট সমীক্ষা?

রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, আমেরিকার ইতিহাসে ২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচন হবে অনেক ব্যতিক্রমী এবং প্রার্থীদের জন্য অনেক বেশি চ্যালেঞ্জিং।

অভ্যন্তরীণ রাজনীতি, আন্তর্জাতিক পটপরিবর্তন, তার উপর করোনাভাইরাস মহামারির মারাত্মক প্রকোপের কারণে বদলে গেছে অনেক হিসেব নিকাশ। রাজনৈতিক সমীক্ষকরা বলছেন, আমেরিকার ইতিহাসে এ বারের প্রেসিডেন্ট নির্বাচন হবে অনেক বেশি চ্যালেঞ্জিং।

৩ নভেম্বর মার্কিন ভোটাররা সিদ্ধান্ত নেবেন আগামী চার বছর হোয়াইট হাউসে কাকে দেখতে চান? বিদায়ী রিপাবলিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নাকি ডেমোক্রেটিক পার্টির জো বিডেন? কী বলছে বিভিন্ন পোল সমীক্ষা?

আমেরিকার বিভিন্ন প্রাক-ভোট সমীক্ষা অনুযায়ী, ট্রাম্পের চেয়ে ঢের এগিয়ে বারাক ওবামার জমানার ভাইস প্রেসিডেন্ট জো বিডেন। ছয় দশক ধরে মার্কিন রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত জো বিডেনকেই বেশি নম্বর দিচ্ছে বিভিন্ন পোল। বিবিসি নিউজ পোল অনুযায়ী, ডেমোক্রেট প্রার্থী বিডেনকে চাইছেন ৫২ শতাংশ নাগরিক, ট্রাম্পে আস্থা ৪৩ শতাংশের। শুধু তাই নয়, গত নির্বাচনে যে ফ্লোরিডা, জর্জিয়া, লোয়া, মিশিগান, মিনেসোটা প্রভৃতি প্রদেশে জয় পেয়েছিলেন ট্রাম্প, সেগুলিতে এবার বিডেনকে এগিয়ে রাখছে প্রাক-ভোট সমীক্ষা। বিবিসি’তে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, মিশিগান, পেনসিলভানিয়ার মতো শিল্পসমৃদ্ধ প্রদেশে ২০১৬ সালে কমবেশি ১ শতাংশ ভোট বেশি পেয়ে জয়লাভ করেছিলেন ট্রাম্প। এবার সেই প্রদেশগুলোয় বিডেন বড়ো লিড নিতে পারেন বলে জানাচ্ছে প্রাক-নির্বাচনী সমীক্ষা।

সবমিলিয়ে রাজনৈতিক বিশ্লেষকদের একটা অংশ ট্রাম্পের ফেরার সম্ভাবনা ক্ষীণ বলে মনে করছেন। যেমন রাজনৈতিক বিশ্লেষণকারী ওয়েবসাইট FiveThirtyEight’ বিডেনের জয়ের ব্যাপারে আশাবাদী এবং The Economist বলছে ‘খুব সম্ভবত’ বিডেনই ক্ষমতায় আসছেন।

এছাড়া গত সেপ্টেম্বরে টিভি চ্যানেলে দুই প্রেসিডেন্ট প্রার্থীর বিতর্ক সভার নিরিখে যেসব পোল তৈরি হয়েছে সেখানেও এগিয়ে রাখা হয়েছে বিডেনকে। তাছাড়া আমেরিকাজুড়ে করোনার ভয়াবহ দাপট এবং ট্রাম্প প্রশাসনের ভূমিকাও প্রেসিডেন্ট নির্বাচনে দাগ কাটবে বলে জানাচ্ছে বিভিন্ন মার্কিনি পোল সমীক্ষা।

Comments are closed.