সেলিব্রেটি দের মধ্যে বিরাট অনুষ্কা এর জুটি এখন ভীষণ পছন্দের নেটিজেন দের কাছে। তারা যাকে বলে একদম রিলেশন শিপ গোলস এ আছেন এখন। সম্প্রতি আবার এনাদের কোল আলো করে আসতে চলেছে নতুন সদস্য। তাই নিয়েও ভক্তদের উত্তেজনার শেষ নেই। এছাড়াও দুজনের একে অন্যকে নিয়ে ব্যস্ত থাকা, একসাথে সময় কাটানো সব কিছুই থাকে খবরের শিরোনাম এ।
সম্প্রতি বিরাট ঘরণী এক নতুন ছবি পোস্ট করেছেন।সেখানে দেখা যাচ্ছে ভারতীয় ক্যাপ্টেন জুতো পরিষ্কারে মগ্ন। ব্রাশ দিয়ে জুতোয় লেগে থাকা কাদা সাফ করছেন তিনি। এই ছবি টুক করে তুলে নিলেন অনুষ্কা। পোস্ট ও করে দিলেন সোশাল মিডিয়া তে। ব্যাস! হুহু করে ভাইরাল হতে শুরু করলো সেই ছবি।
প্রসঙ্গত, লকডাউনে সোশ্যাল মিডিয়ায় আরো বেশি ভাইরাল হয়ে উঠেছেন বিরাট-অনুষ্কা। একসাথে সময় কাটানো, মর্নিং সেলফি, ওয়র্ক আউট করা সবই ছিল ভক্তদের নজরে। সেই সঙ্গে অনুষ্কার বেবি বাম্প এর ছবি ও বিশাল ভাইরাল হয়ে যায়। সকলেই নতুন আসতে চলা অতিথিকে স্বাগত জানাতে প্রস্তুত আগে ভাগেই!