বেতন বৃদ্ধি, সামাজিক সুরক্ষা এবং ইউনিয়নের দাবিতে ভক্স মিডিয়ায় সাংবাদিকদের কর্মবিরতি, আলোড়ন মার্কিন মুলুকে

ইউনিয়নের দাবিতে নজিরবিহীনভাবে কর্মবিরতি পালন ভক্স মিডিয়ার শতাধিক সাংবাদিকের। এই বেনজির ঘটনায় আলোড়ন পড়ে গিয়েছে আমেরিকাজুড়ে। বৃহস্পতিবার ভক্স মিডিয়া ইউনিয়ন তাদের নিউ ইয়র্কের অফিসের ফাঁকা নিউজ রুমের ছবি দিয়ে ট্যুইটে জানিয়েছে, কর্তৃপক্ষের সঙ্গে দর কষাকষির শেষ পর্যায়ে এসে সমাধান না মেলায় ওয়াক আউট করতে বাধ্য হয়েছেন কর্মীরা। ফলে এনবিএ ফাইনাল সম্প্রচার করতে পারল না ভক্স। বিশ্বজুড়ে ছড়িয়ে পড়েছে হ্যাশট্যাগ কন্ট্রাক্ট নাও।

অফিসের সমস্ত সাংবাদিকদের কর্ম বিরতিতে যাওয়ার প্রভাব পড়ে সংস্থার উপর মহলে। তড়িঘড়ি ই-মেল করে সংস্থার অবস্থান স্পষ্ট করা হয়। ই-মেলে ভক্স মিডিয়ার সিইও জিম ব্যানকফ জানান, সমাধান সূত্রে পৌঁছোতে তাদের তরফে ত্রুটি ছিল না। কিন্তু কর্মীরা ওয়াক আউট করে পরিস্থিতি আরও জটিল করে তুলেছেন। আমার খারাপ লাগছে এটা ভেবে, আমাদের কর্মীরা বাজারের তুলনায় বেশিই বেতন পেয়ে থাকেন। তা সত্ত্বেও বেতন বৃদ্ধির দাবি স্বাভাবিক ও বাস্তবোচিত নয়, বলেন তিনি।
এই ঘটনার খবর ছড়িয়ে পড়তেই আলোড়ন পড়ে যায় মার্কিন মুলুকে। এবার কর্মীদের দাবি মেনে ভক্স ইউনিয়নকে সরকারি স্বীকৃতি দিক কর্তৃপক্ষ, মানা হোক চুক্তি, এই দাবিতে ভক্স সিইও ব্যানকফকে সরাসরি ট্যুইট করা শুরু করে আমেরিকার বিভিন্ন সাংবাদিক ও লেখকদের সংগঠন।
২০১৮ সালে ভক্স ইউনিয়নকে স্বীকৃতি দেওয়া হয়। কিন্তু অভিযোগ, ১৪ মাস কেটে গেলেও ইউনিয়নের সঙ্গে কোনও অর্থবহ চুক্তি সম্পাদন করতে রাজি হয়নি ভক্স কর্তৃপক্ষ। মানা হয়নি কর্মীদের বেতন বৃদ্ধি কিংবা অন্যান্য সামাজিক সুরক্ষার নীতিও। এতে আখেরে ভক্সের সাংবাদিক ও কর্মীরাই ক্ষতিগ্রস্ত হচ্ছেন বলে অভিযোগ ইউনিয়নের। ভক্স ইউনিয়নকে সরাসরি সমর্থন দিয়েছে আমেরিকার রাইটার্স গিল্ড। যে গিল্ড আমেরিকায় সাংবাদিক ও লেখকদের সবচেয়ে বড় সংগঠন। কর্মীদের দাবিদাওয়া মেনে নেওয়ার সময় এসেছে বলে ট্যুইট করেছে রাইটার্স গিল্ড অফ আমেরিকা।
দীর্ঘ দিন ধরেই ভক্স মিডিয়ার সাংবাদিক এবং অন্যান্য কর্মীরা কম বেতন এবং অন্যান্য সুযোগ সুবিধা না পাওয়া নিয়ে অসন্তোষ প্রকাশ করে আসছিলেন। অভিযোগ, কর্তৃপক্ষ কোনওদিন তা কানে তোলেনি। এবার সম্মিলিতভাবে তাঁরা কাজ বন্ধ করলেন। দাবি না মিটলে, কর্মবিরতি চলবে বলে জানিয়েছেন ভক্সের এক সাংবাদিক। পরিস্থিতি এমন জায়গায় পৌঁছেছে যে ভক্সের খেলার চ্যানেল, এসবি নেশনের সাংবাদিক তথা এডিটর মাইক প্রাডা জানিয়ে দিয়েছেন, চুক্তি চূড়ান্ত না হলে বৃহস্পতিবার এনবিএ ফাইনাল ম্যাচ নিয়ে কোনও প্রতিবেদন প্রকাশ করা হবে না। দেখানো হবে না লাইভ টেলিকাস্ট। প্রাডার ট্যুইট, এটা খুবই কঠিন সিদ্ধান্ত। কিন্তু একটা এনবিএ ফাইনালের থেকেও অনেক বেশি গুরুত্বপূর্ণ আমাদের চুক্তি। তা না হলে, এনবিএ ফাইনালের তাৎপর্য নেই।

Comments are closed.