ট্রাম্প-কিম বৈঠক চূড়ান্ত সিঙ্গাপুরে। তারই মধ্যে আচমকা যুদ্ধ পরিস্থিতি ইরান-ইজরায়েলের মধ্যে

এশিয়াসহ গোটা দূনিয়ার শান্তি প্রতিষ্ঠার এক গুরুত্বপূর্ণ ধাপ পেরনোর প্রক্রিয়া শুরু হয়েছিল কয়েক সপ্তাহ আগেই। অবশেষে চূড়ান্ত হল মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে উত্তর কোরিয়ার রাষ্ট্রপতি কিম জং উনের বৈঠক। সিএনএন সূত্রের খবর, খুব শীঘ্রই দুই রাষ্ট্রপ্রধানের মধ্যে এই বৈঠক হবে সিঙ্গাপুরে। এই বৈঠককে সফল করতে ইতিমধ্যেই ইতিবাচক বার্তা দিয়েছে উত্তর কোরিয়া। সে দেশে জেলবন্দি তিন মার্কিন নাগরিককে দু’দিন আগেই ছেড়ে দেওয়া হয়েছে। একদিকে যখন ট্রাম্প-কিম বৈঠককে আর্ন্তজাতিক মহল এশিয়ার শান্তি প্রতিষ্ঠার ক্ষেত্রে ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখছে, তারই মধ্যে বৃহস্পতিবার মাঝরাত থেকে পশ্চিম এশিয়ায় শুরু হয়েছে নতুন উত্তেজনা। সূত্রের খবর, বৃহস্পতিবার মধ্যরাতে সিরিয়ায় অবস্থিত ইরানের সামরিক ঘাঁটি থেকে ইজরায়েলকে লক্ষ্য করে রকেট ছোঁড়া হয়। পালটা জবাব দিয়েছে ইজরায়েলও।
ট্রাম্পের সঙ্গে কিম জং উনের নির্ধারিত এই বৈঠক এশিয়া তো বটেই গোটা বিশ্বেই উত্তেজনা ঠেকাতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলে মনে করছে আর্ন্তজাতিক মহল। ট্রাম্প রাষ্ট্রপতি হওয়ার পরপর বাগযুদ্ধে জড়িয়েছিলেন কিমের সঙ্গে। পরমাণু বিস্ফোরণের হুমকিও দেওয়া হয়েছিল উত্তর কোরিয়ার পক্ষ থেকে। পালটা হুঁশিয়ারি দিয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্র। এই পরিস্থিতি সম্প্রতি নাটকীয় মোড় নেয় দুই কোরিয়ার বৈঠকের পর। সিঙ্গাপুরে আসন্ন ট্রাম্প-কিম বৈঠকের দিকে তাকিয়ে আর্ন্তজাতিক মহল। এদিকে, এরই মধ্যে প্রায় যুদ্ধের পরিস্থিতি তৈরি হয়েছে ইরান এবং ইজরায়েলের মধ্যে। ইরান-ইজরায়েলের মধ্যে রকেট বিনিময়কে কেন্দ্র করে পশ্চিম এশিয়ায় ফের অস্থিরতা শুরুর আশঙ্কা দেখা দিয়েছে।

Leave A Reply

Your email address will not be published.