হাফপ্যান্ট পরে রেলের সাবওয়ে উদ্বোধন! কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়কে কটাক্ষ তৃণমূলের

একটি বাইক নিয়ে সাবওয়ের চারপাশে ঘোরেন বাবুল সুপ্রিয় । এরপর উদ্বোধন করেন ওই সাবওয়ের। জানিয়েছেন স্থানীয়রা

হাফপ্যান্ট পরে রেলের সাবওয়ে উদ্বোধন করে বিতর্কে জড়ালেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী বাবুল সুপ্রিয়। যা নিয়ে ইতিমধ্যেই কটাক্ষ করেছে তৃণমূল।

আসানসোল রেল ডিভিশনে তৈরী হয়েছে একটি সাবওয়ে। যা আসানসোল রেলপাড়ার সঙ্গে শহরকে যুক্ত করবে। অভিযোগ বুধবার ওই সাবওয়ে পরিদর্শনে যান আসানসোলের সংসদ তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী বাবুল সুপ্রিয়। প্রথমে একটি বাইক নিয়ে সাবওয়ের চারপাশে ঘোরেন। এরপর উদ্বোধন করেন ওই সাবওয়ের। জানিয়েছেন স্থানীয়রা।

যদিও অভিযোগ অস্বীকার করেছেন বাবুল সুপ্রিয়। সোস্যাল মিডিয়ায় তিনি জানিয়েছেন, কোনও উদ্বোধন অনুষ্ঠান হয়নি। ফিতে কাটার কোনও ব্যবস্থা ছিল না। তিনি শুধুমাত্র আসানসোলের ডিআরএম সহ বেশ কয়েকজন আধিকারিকের সঙ্গে দেখা করেছেন বলে জানিয়েছেন আসানসোলের সাংসদ।

জানা গেছে করোনার কারণে অনুষ্ঠান করে উদ্বোধন করা হয়নি ওই সাবওয়ের। এমনিতেই জনসাধারণের জন্য খুলে দেওয়া হয়েছে সাবওয়ে।

তৃণমূল অবশ্য ইস্যু হাতছাড়া করেনি। তাঁদের কটাক্ষ, হাফ প্যান্ট মন্ত্রী ইউনিফর্ম পরে উদ্বোধনে গেছিলেন! দেখে ভাল লাগছে।

Comments are closed.