করোনা কালে দুর্গা পুজোয় বাঙালির বাড়তি চিন্তা ছিল আকাশ। সপ্তমীর সকাল থেকেই আকাশের মুখ ভার। কোথাও কোথাও এক পশলা বৃষ্টি। কিন্তু দেবীপক্ষে সুসংবাদ দিল আলিপুরের হাওয়া অফিস। কাটছে নিম্নচাপ। দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টিপাতের আর সম্ভাবনা নেই। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আকাশ সাফ হবে।
পুজোয় মণ্ডপ দর্শনে করোনা ছেদ ফেললেও, শারদীয়া উদযাপনে সাফসুতরো শরতের আকাশ যোগ্য সঙ্গত করবে বলেই মনে করছেন আবহাওয়া বিশেষজ্ঞরা। অর্থাৎ রোদ ঝলমলে অষ্টমীর আশা করতেই পারেন।