ধেয়ে আসছে ঝড় বৃষ্টি, শনিবার দিনভর দুর্যোগের আশঙ্কা; আবহাওয়া নিয়ে আর কী জানাল হাওয়া অফিস? 

সকাল থেকে মেঘলা আকাশ। পূর্ব মেদিনীপুর সহ বেশ কয়েকটি জেলায় ইতিমধ্যেই বৃষ্টি শুরু হয়েছে। আবহাওয়া দফতর জানাচ্ছে, আর কিছুক্ষণের মধ্যেই কলকাতা সহ বাকি জেলাতেও ঝড়-বৃষ্টি শুরু হতে চলেছে। শনিবার দিনভরই এমন আবহাওয়া থাকবে বলে খবর। 

আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, দক্ষিণবঙ্গের সব জেলাতেই সারাদিন বৃষ্টি হবে। সেই সঙ্গে ৪০ থেকে ৫০ কিমি বেগে ঝড়ো হাওয়া বইবে। কোথাও কোথাও শিলাবৃষ্টিরও সম্ভবনা আছে বলে জানানো হয়েছে। এদিকে উত্তরবঙ্গেও সব জায়গায় একই পরিস্থিতি থাকবে। তবে কয়েকটি জেলায় হওয়ার গতিবেগ প্রায় ৬০ কিমি বেগ থাকবে বলে খবর। নবান্নের তরফে ইতিমধ্যেই জেলায় জেলায় সতর্কতা জারি করা হয়েছে। 

হাওয়া অফিস জানিয়েছে, শনিবার কলকাতার তাপমাত্রা স্বাভাবিকের থেকে কিছুটা কম থাকবে। গুমোট গরমের হাত থেকে রেহাই পাবে শহরবাসী। তবে রবিবার থেকে পরিস্থিতি স্বাভাবিক হবে। ফের তাপমাত্রা বাড়াবে, যার জেরে গরমের অস্বস্তিও ফিরে আসবে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। 

Comments are closed.