তীব্র আদ্রতায় জেরবার শহরবাসী, স্বস্তির বৃষ্টির পূর্বাভাষ দিল আবহাওয়া অফিস।

শুক্রবার সকাল থেকেই গরম ও আদ্রতার জেরে ফের হাঁসফাঁস অবস্থা শহরবাসীর। তবে ভারতীয় আবহাওয়া দফতরের দৈনিক পূর্বাভাষ  অনুযায়ী শুক্রবার দুপুরের পর ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আকাশ আংশিক মেঘলা থাকবে, এর ফলে কিছুটা কমবে আদ্রতা। তীব্র গরমে কার্যত বিপর্যস্ত দক্ষিণবঙ্গের জনজীবন। প্রচণ্ড দাবদাহে পুড়ছে কলকাতাসহ দক্ষিণবঙ্গ। বুধবার ও বৃহস্পতিবারের বৃষ্টিতে সামান্য স্বস্তি মিললেও শুক্রবার সকাল থেকেই ফের গলদঘর্ম অবস্থা। আবহাওয়া অফিস সূত্রে খবর, বাধা কাটিয়ে সক্রিয় হচ্ছে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু। তার জেরে আগামী ২৪ ঘন্টার মধ্যেই গাঙ্গেয় পশ্চিমবঙ্গে বর্ষার স্বাভাবিক বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দফতর সূত্রে খবর, ভারত মহাসাগর এবং আরব সাগরে নিম্নচাপের সম্ভাবনা তৈরি হওয়ার ফলে দ্রুত সক্রিয় হবে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু। এর ফলে গাঙ্গেয় পশ্চিমবঙ্গসহ ঝাড়খন্ড, বিহার, ওড়িশা, অসমে স্বাভাবিক বৃষ্টিপাতের সম্ভাবনা উজ্জ্বল হবে।

Leave A Reply

Your email address will not be published.