ফের ফিরছে তীব্র গরম, তাপমাত্রা পৌঁছবে ৪০ ডিগ্রি’তে! দাবদাহ নিয়ে আর যা জানাল হাওয়া অফিস 

দীর্ঘ ২০ দিনের অস্বস্তিকর আবহাওয়া থেকে কিছুটা মুক্তি মিলেছিল। কয়েক দিনের বৃষ্টি, মেঘলা আকাশের জেরে অনেকটাই স্বস্তি পেয়েছিল রাজ্যবাসী। তবে ফের খারাপ খবর দিল হাওয়া অফিস। সাময়িক স্বস্তির পর ফিরছে তীব্র দাবদাহ। দক্ষিণবঙ্গের কয়েকটি জেলার তাপমাত্রা পুনরায় ৪০ ডিগ্রি’তে পৌঁছবে।

মঙ্গলবার আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী ৪-৫ দিনের মধ্যে দক্ষিণবঙ্গের প্রায় প্রতিটি জেলায় দিনের বেলা তাপমাত্রা ৩-৪ ডিগ্রি বাড়বে। বেশিরভাগ জেলাতেই তাপমাত্রা ৪০ ডিগ্রির আশেপাশের থাকবে। ২৫ এবং ২৭ তারিখ দু’এক জায়গায় হাল্কা বৃষ্টির পূর্বাভাস জারি থাকলেও কলকাতা বা আশেপাশের জেলায় আর বৃষ্টির সম্ভবনা থাকছে না বলেই হাওয়া অফিস জানিয়েছে। তবে এই ক’দিন আংশিক মেঘলা আকাশ থাকতে পারে বলে আবহাওয়া দফতর জানিয়েছে।

যদিও উত্তরবঙ্গের ক্ষেত্রে কিছুটা স্বস্তির খবর দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। কয়েকটি জেলায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। দার্জিলিং,কালিম্পঙ, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার জেলাগুলোতে বৃষ্টির সম্ভবনা থাকছে বলে জানা গিয়েছে। ২৭ এপ্রিল থেকে উত্তরবঙ্গের জেলাগুলোতে বৃষ্টির পরিমাণ বাড়বে বলে জানা গিয়েছে।

Comments are closed.