ধারাবাহিক বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গে! জানুন কলকাতা সহ কোন কোন জেলায় বৃষ্টির সম্ভবনা 

দেশের বিভিন্ন প্রান্তেই জোরকদমে বৃষ্টি শুরু হয়েছে। উত্তরবঙ্গেও ব্যাপক বৃষ্টির পূর্বাভাস রয়েছে। যদিও দক্ষিণবঙ্গে বর্ষা ঢুকলেও এখনও সেই অর্থে ভারী বৃষ্টি হয়নি। তবে এবার দক্ষিণবঙ্গে বৃষ্টির ঘাটতি কমতে চলছে বলে খবর। কলকাতার ওয়েদার আপডেটে অ্যাকুওয়েদার তরফে জানানো হয়েছে, আগামী বেশ কয়েকদিন দক্ষিণবঙ্গের জেলাগুলোতে ধারাবাহিকভাবে বৃষ্টি হতে চলছে। এবং দু’এক পশলা নয়, বৃষ্টির পরিমাণ বেশ ভালো থাকবে বলেই খবর। 

টানা বৃষ্টির জেরে গরমের অস্বস্তিও বেশ কিছুটা কমবে বলে জানানো হয়েছে। কলকাতা ও পার্শ্ববর্তী জেলাগুলোতে তাপমাত্রা ৩২ ডিগ্রির আশেপাশে থাকবে। পাশাপাশি উত্তরবঙ্গে একই ভাবে বৃষ্টির সতর্কতা জারি থাকছে। উত্তরবঙ্গের প্রায় সবকটি জেলাতেই মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে বলে খবর। 

সপ্তাহের শুরু থেকেই বৃষ্টির মুখ দেখেছে কলকাতা। সোমবারও সকালের দিকে বৃষ্টি হয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে। বৃষ্টি হলেও বাতাসে আদ্রতার পরিমাণ বেশি থাকায় অস্বস্তি থাকছেই। তবে নির্ধারিত সময়ে বৃষ্টি না হওয়ায় পুজোর ক’দিন বৃষ্টি ভোগাতে পারে বলেও অনেকে আশঙ্কা করছেন।     

Comments are closed.