ফিট নন! কমনওয়েলথ গেমস ২০২২-এ খেলছেন না ‘সোনার ছেলে’ নীরজ চোপড়া

কমনওয়েলথ গেমসে খেলতে পারবেন না ভারতের সোনার ছেলে নীরজ চোপড়া। চোটের কারণে এই বছরের কমনওয়েলথ গেমস থেকে ছিটকে গেলেন তিনি। এরআগে ২০১৮ কমনওলেথ গেমসে রুপো পেয়েছিলেন নীরজ। এরপর ২০২১ টোকিও অলিম্পিক্সে সোনা জেতেন নীরজ চোপড়া।

ইন্ডিয়ান অলিম্পিক্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সোশ্যাল মিডিয়ায় জানানো হয়েছে, আমাদের অলিম্পিক্স চ্যাম্পিয়ন নীরজ চোপড়া এই বছর বার্মিংহ্যামে কমনওয়েলথ গেমসে নামতেই পারছেন না। কমনওলেথ গেমসে খেলার জন্য ফিট নন। দ্রুত তাঁর আরোগ্য কামনা করা হয়েছে ইন্ডিয়ান অলিম্পিক্স অ্যাসোসিয়েশনের তরফে। রবিবারই বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে রুপো জয় করেছিলেন নীরজ চোপড়া। এরপরেই তিনি কুঁচকিতে চোটের কথা জানান। তিনি জানিয়েছিলেন, খেলার সময় আমার মন থাকে শুধু থ্রোতে। কিন্তু চতুর্থ থ্রোর সময় আমি সামান্য ব্যাথা অনুভব করি। কিন্তু আমি এই অবস্থার মধ্যেও দেশের জন্য রুপো আনতে পেরেছি, সেটাই আমার কাছে আনন্দের।

উল্লেখ্য, ২০০৩ সালে প্যারিসে বিশ্ব চ্যাম্পিয়নশিপের লং জাম্পে ব্রোঞ্জ জিতেছিলেন অঞ্জু ববি জর্জ। এরপর এই বছর জ্যাভলিন থ্রোয়ে রুপো জেতেন নীরজ চোপড়া। ৮৮.১৩ মিটার দূরে জ্যাভলিন ছুড়ে রুপো পান নীরজ। নীরজের না থাকা ভারতের পদক জয়ের স্বপ্নে অবশ্যই বড় ধাক্কা।

Comments are closed.