বাড়ছেই আর্দ্রতাজনিত অস্বস্তি, কী জানাচ্ছে হাওয়া অফিস?

দক্ষিণবঙ্গে কবে হবে বৃষ্টিপাত? এই প্রশ্ন এখন সবার মনে। দক্ষিণবঙ্গে বাড়ছেই আর্দ্রতাজনিত অস্বস্তি। এই পরিস্থতির মধ্যে সুখ বর শোনাতে পারছে না আলিপুর আবহাওয়া দফতর।

হাওয়া অফিস সূত্রে খবর, উত্তরবঙ্গে বৃষ্টিপাত চললেও দক্ষিণবঙ্গে চরম অস্বস্তি বজায় থাকবে। সেভাবে ঝড়-বৃষ্টিরও কোনও সম্ভাবনা নেই। উত্তরবঙ্গে মৌসুমী বায়ু প্রবেশ করলেও দক্ষিণবঙ্গের জেলাগুলির আবহাওয়া চরম অস্বস্তিকর থাকবে আগামী কয়েকদিন। বৃষ্টিপাতের সেভাবে কোনও সম্ভাবনা নেই।

উল্লেখ্য, উত্তরবঙ্গের জেলাগুলিতে প্রবেশ করেছে বর্ষা। এরপর থেকেই প্রশ্ন উঠছিল, দক্ষিণবঙ্গে কবে আসবে বর্ষা? কলকাতায় তাপমাত্রা একলাফে তিন ডিগ্রি বেড়েছে। মঙ্গলবারের পর বুধবার শহরের বৃষ্টিপাতের সম্ভাবনা নেই।

Comments are closed.