নিম্নচাপের জের, দক্ষিণবঙ্গের এই জেলাগুলোতে ভারী বৃষ্টির পূর্বাভাস; আর কী জানাল হাওয়া অফিস 

বঙ্গোপসাগরে নতুন করে নিম্নচাপ ঘনাচ্ছে। যার জেরে শুক্র ও শনিবার দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলা ভারী বৃষ্টিতে ভাসতে চলেছে। আবহাওয়া দফতর সূত্রে এমনটাই খবর। হওয়া অফিস জানিয়েছে, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়ায় শুক্র ও শনিবার বৃষ্টি হবে। তবে শনিবার বৃষ্টির পরিমাণ বাড়বে বলে খবর। 

বুধবার রোদ ঝলমলে দিন থাকলেও বিকেলের দিকে আকাশ মেঘাচ্ছন্ন সেই সঙ্গে হাল্কা বৃষ্টি হতে পারে বলে খবর। তবে বঙ্গোপসাগরে ঘনীভূত নিম্নচাপের জেরে শুক্র ও শনিবার দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হবে। সেই সঙ্গে ঝোড়ো হওয়াও বইবে বলে পূর্বাভাস রয়েছে।  

দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও এই ক’দিন হাল্কা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আবহাওয়া দফতর সূত্রে খবর, নিম্নচাপের অভিমুখ ওড়িশার দিকে রয়েছে। নিম্নচাপের গতিবিধির দিকে নজর রাখছে হওয়া অফিস, সেই অনুযায়ী সতর্কতা জারি করবে আবহাওয়া দফতর। 

Comments are closed.