ঝাড়খণ্ডে তৈরি নিম্নচাপ; শনিবার পর্যন্ত জেলায় জেলায় বৃষ্টির পূর্বাভাস দিল হাওয়া অফিস 

পড়শি রাজ্য ঝাড়খণ্ড এবং বাংলাদেশে একটি নিম্নচাপ তৈরি হয়েছে। যার ফলে পশ্চিমবঙ্গে প্রচুর জলীয় বাষ্প ঢুকছে। যেখান থেকে বৃহস্পতিবার থেকে রাজ্যে বৃষ্টির সম্ভবনা তৈরি হয়েছে। যা চলবে আগামী শনিবার পর্যন্ত। এমকটাই জানাল হাওয়া অফিস। 

আবহাওয়া দফতরের তরফে আগেও জানানো হয়েছিল, জামাইষষ্ঠীর দিন রাজ্যে বৃষ্টিপাত হবে। তবে সম্প্রতি কয়েকদিন আবহাওয়া দফতরের পূর্বাভাস থাকলেও তা মেনে সেই পরিমাণ বৃষ্টি হয়নি। সামান্য দু এক পশলা বৃষ্টির জেরে তাপমাত্রা কিছুটা কমলেও ভ্যাপসা গরমের একটা অস্বস্তি থেকে গিয়েছে। এই আবহে হাওয়া অফিসের পূর্বাভাস, বৃহস্পতিবার কলকাতা সহ রাজ্যের প্রায় সব জেলাতেই ভারী বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে ৫০ থেকে ৬০ কিমি বেগে বইবে ঝোড়ো হাওয়া। কলকাতা ছাড়াও বৃষ্টির সম্ভবনা রয়েছে, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, নদিয়া, মুর্শিদাবাদ, পুরুলিয়া, ঝাড়গ্রাম এবং দুই বর্ধমানে। 

সেই সঙ্গে উত্তরবঙ্গের জেলাগুলোতেও ভারী বৃষ্টি হতে পারে বলে আবহাওয়া দফতর জানিয়েছে। বৃষ্টির পূর্বাভাস রয়েছে, 

দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, দুই দিনাজপুর এবং মালদহ।

Comments are closed.

                  ] var randomizedImage = modalData[Math.floor(Math.random() * modalData.length)]; window.onload = function () { modalImage.src = randomizedImage.imgUrl; modalLink.href = randomizedImage.link;            setTimeout(function () { document.body.appendChild(modalComponent); }, 3000) } crossButton.onclick = function (e) { e.preventDefault() document.getElementsByClassName("custom-modal-component")[0].style.display = "none" } overlay.onclick = function(){ document.getElementsByClassName("custom-modal-component")[0].style.display = "none" } }