এপ্রিলের প্রথম সপ্তাহেই তাপমাত্রা পৌঁছাতে পারে ৪০ ডিগ্রিতে, কয়েকটি জেলায় বৃষ্টির সম্ভাবনা

চৈত্র মাসেই প্রবল তাপপ্রবাহে জ্বলছে বাংলা। হাওয়া অফিস জানাচ্ছে, এপ্রিলের প্রথম সপ্তাহেই তাপমাত্রা পৌঁছাতে পারে ৪০ ডিগ্রিতে। প্রবল তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান জেলায়। অন্যদিকে দক্ষিণবঙ্গের তিন জেলা বীরভূম, নদিয়া, মুর্শিদাবাদে রয়েছে বৃষ্টির সম্ভাবনা। পাশাপাশি বৃষ্টি চলবে উত্তরবঙ্গের পাঁচ জেলা দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কোচবিহারে।

বুধবার সকাল থেকে কলকাতার আকাশ আংশিক মেঘলা ছিল। কিন্তু বেলা বাড়তেই রোদের তীব্র প্রকট দেখা যায়। মুম্বই এবং গুজরাতের বেশ কিছু অংশে দুই সপ্তাহ ধরে চড়ছে তাপমাত্রা। দেশে উত্তর এবং মধ্যের রাজ্যগুলিতে তাপপ্রবাহ ঘটতে পারে। আবহাওয়া দফতর আগামী চার থেকে পাঁচ দিনের মধ্যে উত্তর-পশ্চিম, মধ্য এবং পশ্চিম ভারত জুড়ে তাপপ্রবাহের পূর্বাভাস দিয়েছে। বাংলার পাশাপাশি গুজরাত, মহারাষ্ট্র, দিল্লি, পঞ্জাব, হরিয়ানা, বিহার প্রবল তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে।

Comments are closed.