পুজোর সময় সারারাত মিলবে বাস: যা জানাল বাস মালিকদের সংগঠনগুলো

হাতে গোনা আর মাত্র কয়েকটা দিন। তার পরেই শুরু পুজো। শহরজুড়ে সাজ সাজ রব। পুজোর প্রস্তুতি তুঙ্গে। করোনার সময় বাদ দিলে পুজোর সময় ঠাকুর দেখার জন্য প্রতি বছরই রাতে অতিরিক্ত মেট্রো চালানো হয়। এ বছরও সেই ব্যবস্থা থাকবে। কলকাতা মেট্রোর তরফে ইতিমধ্যেই বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। এবার জানা গেল, দর্শনার্থীদের জন্য সারারাত বাসও চালানো হবে। তেমনটাই জানা গিয়েছে। 

শহরের একাধিক রাস্তায় পঞ্চমীর বিকেল থেকে অটো চলাচলও বন্ধ। সব দিক বিচার করেই অতিরিক্ত বাস চালানোর সিদ্ধান্ত নিয়েছে বাস মালিকদের সংগঠনগুলো। জানা গিয়েছে, নিউ টাউন, ভিআইপি রোড, ইএম বাইপাস, সল্টলেক, গড়িয়াহাট বা ধর্মতলার মতো রুটগুলিতে পুজোর সময় অতিরিক্ত বাস চালানোর পরিকল্পনা রয়েছে। 

শহরতলি, মফঃস্বল থেকে অসংখ্য মানুষ আসেন কলকাতায় ঠাকুর দেখতে। সারা রাত বাস চললে তাদেরও বাড়ি ফিরতে সুবিধে হবে। বাস মালিকদের অনেকে জানিয়েছেন, প্রতি বছর ষষ্ঠী থেকে সারা রাত বাস চালানো হয়, এবারে পঞ্চমী থেকেই সেই পরিকল্পনা রয়েছে। 

Comments are closed.